ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৯ ডিসেম্বর ২০২৪ ২৪ অগ্রহায়ণ ১৪৩১
২০০৩ বিশ্বকাপের সঙ্গে ‘অদ্ভূত মিল’ ফাইনালে এগিয়ে রাখছে ভারতকে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 18 November, 2023, 11:32 AM

২০০৩ বিশ্বকাপের সঙ্গে ‘অদ্ভূত মিল’ ফাইনালে এগিয়ে রাখছে ভারতকে

২০০৩ বিশ্বকাপের সঙ্গে ‘অদ্ভূত মিল’ ফাইনালে এগিয়ে রাখছে ভারতকে

খেলাধুলায় সাধারণত কোনো দলের ভক্তরা তাদের অতীতের গৌরবজনক অধ্যায় থেকে সাদৃশ্য বের করে এই বলে প্রচার করতে চায় যে, ইতিহাসের পুনরাবৃত্তি ঘটবে। আবার হতাশার ঘটনা উল্লেখ করে বলতে চায়, নেওয়া হবে প্রতিশোধ। আগামীকাল রবিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার ফাইনালে সেই দৃশ্যেরই যেন অবতারণা হয়েছে। ২০০৩ বিশ্বকাপে এই ভারতকে হারিয়েই যে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে অস্ট্রেলিয়া!

২০০৩ সালের সঙ্গে ২০২৩ বিশ্বকাপেরও কিছু মিল খুঁজে পেয়েছে ভারতের সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস। যেই সামঞ্জস্যতা এগিয়ে রাখছে স্বাগতিক ভারতকেই।

রোহিত শর্মার ভারত= রিকি পন্টিংয়ের অস্ট্রেলিয়া

বিশ্বকাপের ইতিহাসে মাত্র দুটি দলই টানা ১০ জয়ের রেকর্ড গড়তে পেরেছে। ২০০৩ ও ২০০৭ বিশ্বকাপে রিকি পন্টিংয়ের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া এবং ২০২৩ বিশ্বকাপে ভারত। সেই দুই ফাইনাল জিতে টানা ১১ জয়ের রেকর্ড গড়ে অস্ট্রেলিয়া। এবার শিরোপা জিতলে ভারতেরও টানা ১১টি জয় হবে। সেই অস্ট্রেলিয়ার মতো দাপট এই বিশ্বকাপে দেখিয়েছে ভারত। 

২০০৩ সালের ভারতের মতোই এবার অস্ট্রেলিয়ার যাত্রা

দুই দশক আগে সৌরভ গাঙ্গুলির নেতৃত্বাধীন ভারত নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম ম্যাচ জিতলেও দ্বিতীয় ম্যাচ হারে অস্ট্রেলিয়ার বিপক্ষে। এরপর টানা ৮ জয়ে নিশ্চিত করে ফাইনাল। এবার অস্ট্রেলিয়া প্রথম দুই ম্যাচে ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারে। তবে এরপর টানা ৮ ম্যাচ জিতে নিশ্চিত করে ফাইনাল।

১৯৮৭ ও ১৯৯৯ বিশ্বকাপ জয়ের পর ২০০৩ সালে তৃতীয় বিশ্বকাপ শিরোপ উচিয়ে ধরে অস্ট্রেলিয়া। অন্যদিকে, ১৯৮৩ ও ২০১১ বিশ্বকাপ জিতে তৃতীয় শিরোপার অপেক্ষায় আছে ভারতও। 

তখন শচীন, এখন কোহলি

২০০৩ আর ২০২৩; দুই বিশ্বকাপেই রান সংগ্রাহকের শীর্ষে ভারতীয় একজন ব্যাটার। ২০০৩ বিশ্বকাপে বিশ্বকাপের এক আসে ১১ ম্যাচে ৬৭৩ রান করে সবচেয়ে বেশি রানের রেকর্ড গড়েছিলেন। ২০ বছর পরের বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহক কোহলি, ১০ ম্যাচে ৭১১ রান করে পার করেছেন শচীনের রেকর্ড।  

দুই রাহুলের মিল

২০২৩ এবং ২০২৩; দুই বিশ্বকাপেই একজন মেকশিফট উইকেটকিপার নিয়ে খেলেছে ভারত। ২০০৩ সালে মেকশিফট ওপেনার রাহুল দ্রাবিড় ব্যাট হাতেও ছিলেন সফল। ১১ ম্যাচে করেছেন ৩১৮ রান। এবার দ্রাবিড়কে অনুপ্রেরণা মান লোকেশ রাহুলও পালন করছেন মেকশিফট উইকেটকিপারের ভূমিকা। ব্যাট হাতেও সফল লোকেশ। ১০ ম্যাচে ১ সেঞ্চুরিসহ করেছেন ৩৮৬ রান। উইকেটের পেছনেও দারুণ দুজনে। 

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status