নজরুল বিশ্ববিদ্যালয়ে 'শব্দকুঞ্জ' এর আয়োজনে - গণমাধ্যমে উপস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
ফুয়াদ মুন্না ,নজরুল বিশ্ববিদ্যালয়
|
![]() নজরুল বিশ্ববিদ্যালয়ে 'শব্দকুঞ্জ' এর আয়োজনে - গণমাধ্যমে উপস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত টেলিভিশনে উপস্থাপনার বিভিন্ন কলাকৌশল তিনি ছাত্রদের মাঝে তুলে ধরেন। একজন টিভি উপস্থাপক হতে কি কি গুণাবলী দরকার। কিভাবে নিজেকে প্রস্তুত করতে হয়। কিভাবে চর্চা করতে হয়। সেই বিষয়গুলো বিশদ আকারে বর্ণনা করেন। তিনি স্ক্রিপ্ট নিজে তৈরি করেন এবং সেই স্ক্রিপ্ট দিয়ে ছাত্রদের প্র্যাকটিস করিয়েছেন। আরো ছিল প্রশ্নোত্তর পর্ব। কর্মশালায় অংশগ্রহণকারীরা তাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করেন। প্রশিক্ষক প্রতিটি প্রশ্নের সুন্দর আলোচনা বিশ্লেষণ করে বুঝিয়ে দেন। এই প্রশিক্ষণ কর্মশালায় আরো উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক ও প্রক্টর জনাব মেহেদী তানজির,সহকারী অধ্যাপক ও প্রক্টর জনাব মাজহারুল হোসেন তোকদারএবং ছাত্রউপদেষ্টা ডক্টর মেহেদী উল্লাহ স্যার। তারা প্রত্যেকেই তাদের সুচিন্তিত মতামত প্রদান করেন এবং শব্দকুঞ্জের পরিচালক জনাব আরিফ হাসানকে ধন্যবাদ জ্ঞাপন করেন এই সুন্দর আয়োজনের জন্য। তারা আরো বলেন- এই ধরনের প্রশিক্ষণ কর্মশালা আরো বেশি বেশি হওয়া উচিত। প্রশ্ন করা হয় শব্দকুঞ্জের পরিচালক জনাব আরিফ হাসানকে তিনি বলেন - উপস্থাপনা সবাই করতে পারে না। টেলিভিশনে তো প্রশ্নই আসে না। উপস্থাপনা করতে প্রচুর জানতে হয়। পড়াশোনা করতে হয়। আমি উদ্যোগ নিয়েছি এই কর্মশালাটা করাবার।যেভাবেই হোক এটা করাবো। হ্যাঁ, এখন আর সুফল পাচ্ছে শব্দকুঞ্জের প্রত্যেকটা সদস্য। সত্যিই খুব শান্তি লাগছে। আনন্দ লাগছে। প্রশিক্ষক নাদিরা জাহান এর হাতে শুভেচ্ছা স্মারক তুলে দিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে তাকে আবারও আবৃত্তি সংগঠন শব্দকুঞ্জে আমন্ত্রণ জানিয়ে কর্মশালাটি সমাপ্ত হয়।
|
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |