তফসিল ঘোষণার প্রতিবাদে ফেনীতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ
এনামুল হক বাদশা , ফেনী
|
![]() তফসিল ঘোষণার প্রতিবাদে ফেনীতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ আজ বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিকেলে শহরের গুরুত্বপূর্ণ সড়কে বিক্ষোভ মিছিল শেষে জহিরিয়া মসজিদ চত্বরে সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মাওলানা গাজী এনামুল হক ভূঁইয়ার সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মুফতি আব্দুর রহমান ফরহাদের সঞ্চালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল পুর্ব সমাবেশে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন জেলা আন্দোলনের উপদেষ্টা মাওলানা মীর আহমদ মীরু,জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের জেলা সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রাজ্জাক,সেক্রেটারি আলহাজ্ব মাওলানা একরামুল হক ভূঁইয়া। বিক্ষোভ মিছিলে আরো উপস্থিত ছিলেন সহ-সভাপতি মাওলানা হাফেজ রফিকুল ইসলাম ভুঁইয়া, ওমান জয়েন্ট সেক্রেটারি মাওলানা কে এম বেলাল হোছাইন পাটোয়ারী, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা আলাউদ্দিন সাবেরী,বামুকের জেলা সাধারণ সম্পাদক মাওলানা নাসির উদ্দিন, শ্রমিক আন্দোলনের জেলা সেক্রেটারি মকসুদ মিয়াজী,যুব আন্দোলনের জেলা সভাপতি মুফতি সালাহুদ্দিন আইয়ুবি, ছাত্র আন্দোলনের জেলা সভাপতি এইচএম নুরুজ্জামান। আলহাজ্ব মাওলানা একরামুল হক ভূঁইয়া বলেন, জনগণ সরকারের ফরমায়েসি নির্বাচনী তফসিল ঘৃণাভরে প্রত্যাখান করেছে। তারা এই ষড়যন্ত্রমূলক ও গণবিরোধী তফসিল বাতিল এবং জাতীয় সরকারের গণদাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না। বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ স্পর্টগুলো প্রদক্ষিণ করে জেলা প্রেসক্লাবের সামনে দোয়া মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়। |
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |