সিরাজগঞ্জে নৌকা থেকে পড়ে শ্রমিক নিখোঁজ
আমিরুল ইসলাম, সিরাজগঞ্জ
|
![]() সিরাজগঞ্জে নৌকা থেকে পড়ে শ্রমিক নিখোঁজ নিখোঁজ আকোব্বর আলীর ছেলে আসাদুল্লাহ বলেন, আজ বিকেলে যমুনায় নৌকা ঘোরানোর সময় হালের বাড়ি লেগে নদীতে পড়ে যান তার বাবা। এরপর অনেক খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যাচ্ছে না। চৌহালী নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ সামছুল হক বলেন, জোতপাড়া এলাকায় বাঁধের কাজ করতে আসা এক শ্রমিক নৌকা থেকে পড়ে নিখোঁজ হয়েছেন। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। টাঙ্গাইল থেকে ফায়ার সার্ভিস সদস্যরা এসে উদ্ধার অভিযান শুরু করেছেন।
|
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |