তফসিল ঘোষণার প্রতিবাদে কুড়িগ্রামে ইসলামী আন্দোলনের বিক্ষোভ
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
|
![]() তফসিল ঘোষণার প্রতিবাদে কুড়িগ্রামে ইসলামী আন্দোলনের বিক্ষোভ ১৫ নভেম্বর বেলা ৩ টায় কুড়িগ্রাম নছর উদ্দিন মার্কেট মসজিদ থেকে বাংলাদেশ ইসলামী আন্দোলন (চরমোনাই) উদ্যোগে একটি বিক্ষো মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে কুড়িগ্রাম কেন্দ্রীয় জামে মসজিদে এক সংক্ষিপ্ত পথসভা করে। পথসভায় বক্তব্য রাখেন-বাংলাদেশ ইসলামী আন্দোলন কুড়িগ্রাম শাখার সভাপতি মাওলানা নুরে আলম সিদ্দিকী, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুস সালাম, প্রচার সম্পাদক মাওলানা আবুল কাশেম, যুব আন্দোলনের সভাপতি মাওলানা আশিকুর রহমান, ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক এইচএম শাহ্ আলম প্রমূখ। বক্তারা অবিলম্বে ঘোষিত তপশীল বাতিল করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন আয়োজনের দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের মাধ্যমে দাবী আদায়ের হুঁমকি দেন।
|
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |