ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
সদস্য হোন |  আমাদের জানুন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২ ডিসেম্বর ২০২৩ ১৭ অগ্রহায়ণ ১৪৩০
ডিবি কার্যালয়ে লুবাবা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 16 November, 2023, 1:29 AM
সর্বশেষ আপডেট: Monday, 20 November, 2023, 1:48 AM

ডিবি কার্যালয়ে লুবাবা

ডিবি কার্যালয়ে লুবাবা

শিশুশিল্পী সিমরিন লুবাবা সম্প্রতি এই খুদে শিল্পী ভীষণভাবে ট্রলের শিকার হওয়ায় তার মা জাহিদা ইসলাম জানিয়েছিলেন আইনি পদক্ষেপ নেযা হবে। মেয়েকে নিয়ে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন লুবাবার মা।

বুধবার (১৫ নভেম্বর) ফেসবুকে কয়েকটি ছবি প্রকাশ করা হয়েছে লুবাবার ফেসবুক থেকে। ছবিতে দেখা যাচ্ছে, ডিবি প্রধানের সঙ্গে দেখা গেছে লুবাবা। সঙ্গে ছিলেন তার মা জাহিদা ইসলাম। 

সংবাদ মাধ্যমঅনুযায়ী, লুবাবার মা ডিবি কার্যালয়ে যাওয়া প্রসঙ্গে বলেন, ‘ কয়েকদিন আগে থেকেই ভাবছিলাম এখানে আসব। তবে তেমন কিছু না। এমনিতেই এসেছি ওনার (ডিবি প্রধানের) সঙ্গে দেখা করতে।’

আইনি পদক্ষেপ নিতেই কী এই দেখা করা? জাহিদা ইসলাম বলেন, ‘এখনই কিছু বলতে চাচ্ছি না, দেখা যাক কী হয়।’

লুবাবার মা জাহিদা ইসলাম আরো বলেন, ‘লুবাবা বাচ্চা একটা মেয়ে। ওর নামে ফেক আইডি খোলা হচ্ছে, লুবাবা টিকটক ব্যবহার করে না। অথচ ওর নামে আইডি খুলে টিকটক করছে অনেকে। আর এসব ফেক আইডি দিয়ে মানুষকে বিভ্রান্ত ও প্রতারণা করা হচ্ছে।’
 
ডিবি কার্যালয়ে লুবাবা

ডিবি কার্যালয়ে লুবাবা

তিনি আরও বলেন, ‘মিডিয়ায় প্রচারিত বক্তব্য কেটে কেটে ভাইরাল করা হয়। ট্রল করা হয়। লুবাবা এখন আর মিডিয়ার সামনে আসতে চায় না। বাসায় কান্নাকাটি করে। ওর দাদিও কান্নাকাটি করে। এগুলো কি ঠিক? আমি অসুস্থ। হাসপাতালে। আমার ডেঙ্গু হয়েছে। সুস্থ হয়ে বাসায় ফিরেই আমি ডিবিতে এসব কিছুর বিরুদ্ধে অভিযোগ করবো। আইনি ব্যবস্থা নেব। কেউ ছাড় পাবে না।’

প্রখ্যাত মঞ্চ ও টেলিভিশন অভিনেতা আব্দুল কাদেরের নাতনি সিমরিন লুবাবা। দাদার অনুপ্রেরণায় খুব অল্প বয়সেই ক্যামেরার সামনে দাঁড়িয়েছে। এরপর শিশুশিল্পী হিসেবে ব্যাপক পরিচিতি পেয়েছে। নিয়মিত কাজ করেছে বিজ্ঞাপনেও। 

বর্তমানে একটি ইংলিশ মিডিয়াম স্কুলে ছাত্রী লুবাবা। কেজিতে পড়ার সময় প্রথম শিশুশিল্পী হিসেবে বিজ্ঞাপনের মডেল হয় সে। এরপর বিভিন্ন নাটক, শর্টফিল্মেও কাজ করেছে। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, ১৭/ডি আজাদ সেন্টার, ৫৫ পুরানা পল্টন, ঢাকা ১০০০।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status