কুড়িগ্রামে পৃথক তিনটি ঘটনায় ফেন্সিডিল গাঁজা ও হেরোইন উদ্ধারসহ ৫ মাদক কারবারি গ্রেফতার
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
|
![]() কুড়িগ্রামে পৃথক তিনটি ঘটনায় ফেন্সিডিল গাঁজা ও হেরোইন উদ্ধারসহ ৫ মাদক কারবারি গ্রেফতার অপরদিকে একই থানা পুলিশ গভীর রাতে কাশিপুর ইউনিয়ন এর ধর্মপুর গ্রামস্থ কাশিপুর বাজার হতে কলেজ মোড় গামী রাস্তার পূর্ব পাশে ধান ক্ষেতের মধ্যে ধর্মপুর গ্রামের কুখ্যাত মাদক কারবারি আফছার আলী'কে ৭ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করে। এছাড়াও উলিপুর থানার পুলিশ,সরদারপাড়া গ্রামের কুখ্যাত মাদক কারবারি মোজাম্মেল হক মিলন,হায়াৎ খাঁ এলাকার মোঃ ইমরান সরদার ও কানিপাড়া এলাকার সোহেল রানা ৩ জন'কে ১.২৭ গ্রাম হেরোইন ও মাদক বিক্রির নগদ অর্থসহ হাতেনাতে গ্রেফতার করে। কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) জনাব মোঃ রুহুল আমীন বলেন, উক্ত বিষয়ে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩ টি মামলা রুজু করা হয়েছে।
|
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |