ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
সদস্য হোন |  আমাদের জানুন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২ ডিসেম্বর ২০২৩ ১৭ অগ্রহায়ণ ১৪৩০
‘হাসিনের মতো এমন স্ত্রী যেন কারো না হয়’
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 15 November, 2023, 2:01 AM
সর্বশেষ আপডেট: Monday, 20 November, 2023, 1:48 AM

‘হাসিনের মতো এমন স্ত্রী যেন কারো না হয়’

‘হাসিনের মতো এমন স্ত্রী যেন কারো না হয়’

ক্রিকেট বিশ্বকাপের চলতি আসরে দুর্দান্ত ফর্মে রয়েছেন ভারতীয় তারকা পেসার মোহাম্ম শামি। ভারতের টানা ৯ ম্যাচ জয়ে অবদান রয়েছে শামিরও। তার স্ত্রী হাসিন জাহানের সঙ্গে দীর্ঘদিন ধরে ডিভোর্স মামলা আদালতে বিচারাধীন। কাগজে-কমলে তারা এখনও স্বামী-স্ত্রী। 

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন স্ত্রী হাসিন জাহান। ভিডিওতে স্ত্রীর প্রতি বিশ্বস্ত স্বামী এবং ঠগবাজ স্বামীর পার্থক্যের কথা উল্লেখ করে হাসিন লেখেন, স্ত্রী যদি স্বামীর অপকর্ম বিশ্বের সামনে প্রকাশ করে তখন অনেক মেয়ে হয়তো বলবে মিথ্যা বদনাম রটাচ্ছে। তারপরও কোনও লাভ নেই। এরা নিজেরাই নিজেদের কবর খুঁড়ছে। এর কর্মফল সকলে ভোগ করবে।
 
হাসিনের এই পোস্ট দেখে মোহাম্মদ শামির ভক্তদের একজন লেখেন, ‘চরম শক্রুও যেন এমন স্ত্রী না পায়।’ 

আরেকজন লেখেন, ‘এতে তোর লোকসান, শামির কিচ্ছু যায় আসে না’। 

প্রসঙ্গত, ২০১৪ সালের ৬ জুন বিয়ে করেন মোহাম্মদ শামি ও হাসিন জাহান। তাদের একটি কন্যা সন্তানও রয়েছে। ২০১৮ সালের ৮ মার্চ স্বামীর বিরুদ্ধে বিবাহবহির্ভূত সম্পর্ক, স্ত্রী নির্যাতনসহ একাধিক অভিযোগে মামলা করেন হাসিন জাহান। ২০১৯ সালের ২৯ অগস্ট শামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আলিপুরের এসিজেএম কোর্ট। ওই বছর ৯ সেপ্টেম্বর আলিপুর জেলা দায়রা আদালত ওই নির্দেশে স্থগিতাদেশ দেয়। এখনও মামলাটি বিচারাধীন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, ১৭/ডি আজাদ সেন্টার, ৫৫ পুরানা পল্টন, ঢাকা ১০০০।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status