ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
সদস্য হোন |  আমাদের জানুন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২ ডিসেম্বর ২০২৩ ১৭ অগ্রহায়ণ ১৪৩০
সিরাজগঞ্জে আরও একটি স্মার্ট ডাস্টবিনের স্থাপিত
আমিরুল ইসলাম, সিরাজগঞ্জ
প্রকাশ: Wednesday, 15 November, 2023, 12:33 AM

সিরাজগঞ্জে আরও একটি স্মার্ট ডাস্টবিনের স্থাপিত

সিরাজগঞ্জে আরও একটি স্মার্ট ডাস্টবিনের স্থাপিত

সাংবাদিক মোস্তফা কামাল উদ্ভাবিত সিরাজগঞ্জ পৌর এলাকায় স্থাপন করা হলো সেকেন্ডারি ট্রান্সফর স্টেশন (এসটিএস) স্মার্ট ডিজিটাল ডাস্টবিন।

মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুরে শহরের প্রাণকেন্দ্র এসএস রোডস্থ বড় বাজার এলাকায় এই ডাস্টবিন স্থাপন করা হয়। সিরাজগঞ্জ পৌরসভা মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা ডিজিটাল স্মার্ট ডাস্টবিনটির উদ্বোধন করেন।

এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাড. কে এম হোসেন আলী হাসান, পৌরসভার প্যানেল মেয়র-১ নুরুল ইসলাম, প্যানেল মেয়র-২ রিয়াদ রহমান, কাউন্সিলর মামুনুর রশিদ মামুন, মো. আরজুসহ পৌর কর্মকর্তারা ও বড় বাজারের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

এ ডাস্টবিনের উদ্ভাবনকারী মোস্তফা কামাল জানান, প্রায় দুই বছর আগে মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তার উদ্যোগে শহরের মুজিব সড়কে প্রথম ডিজিটাল ডাস্টবিন স্থাপন করা হয়। এরপর থানার দ্বিতীয় ডিজিটাল ডাস্টবিন স্থাপন হয় সদর থানার সামনে। এক বছরের গ্যারান্টি ও ৪ বছরের ওয়ারেন্টিযুক্ত এ দুটি ডিজিটাল ডাস্টবিন সফলতা পেয়েছে এবং পৌরবাসীর মাঝে সাড়া ফেলেছে। শহর পরিচ্ছন্ন রাখতে ও দুর্গন্ধমুক্ত শহর গড়তে এবার ডিজিটাল স্মার্ট ডাস্টবিন স্থাপন করা হলো।

ডাস্টবিনের বিশেষত্ব সম্পর্কে তিনি আরো বলেন, এ ডাস্টবিনে ময়লা থাকবে বাক্সে আবদ্ধ। বাক্সের কাছাকাছি গেলে অটোমেটিকের সাঁটার খুলে যাবে। ভেতরে ময়লা ফেলে সরে গেলে সাঁটার বন্ধ হবে। ফলে কোনো প্রকার গন্ধ ছড়াবে না। বাক্সটি ময়লা ভর্তি হলে পৌরসভার ট্রাক এসে ডাস্টবিনের কাছে দাঁড় করিয়ে অটোমেটিক মেশিনে সুইচ টিপে দিলে বাক্সটি ধীরে ধীরে উপরে উঠে ট্রাকে ময়লা ঢেলে দেবে। আবার সুইচ টিপলে বাক্সটি যথাস্থানে চলে যাবে। এর ফলে ময়লা ছড়িয়ে ছিটিয়ে থাকবে না গন্ধও ছড়াবে না।

সিরাজগঞ্জ পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা বলেন, আমরা পরিচ্ছন্ন শহর গড়তে বিভিন্ন স্থানে ডিজিটাল ডাস্টবিন স্থাপন করছি। মানুষ যাতে এটিকে ঠিকমতো ব্যবহার করে সে বিষয়ে সচেতনতা সৃষ্টি করছি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, ১৭/ডি আজাদ সেন্টার, ৫৫ পুরানা পল্টন, ঢাকা ১০০০।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status