সিরাজগঞ্জে বাকি টাকা চাওয়ায় দোকানিকে মারধর ও কুপিয়ে জখম
নতুন সময় প্রতিনিধি
|
![]() সিরাজগঞ্জে বাকি টাকা চাওয়ায় দোকানিকে মারধর ও কুপিয়ে জখম অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একই গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মেহেদী মুদি ব্যবসায়ী নূর ইসলামের দোকান থেকে কিছুদিন আগে কয়েক ধাপে এক হাজার টাকার বাকি নেন। কিন্তু বারবার তাগাদা দেয়ার পরও টাকা পরিশোধ করছিল না। এরই এক পর্যায়ে শনিবার সকালে বাকি টাকা চাওয়াকে কেন্দ্র মেহেদী তার লোকজন নিয়ে এসে বাগবিতণ্ডার এক পর্যায়ে নূরু ইসলামকে হত্যার উদ্দেশ্যে এসএস পাইপ দিয়ে মাথায় আঘাত ও ধারালো ছুরি দিয়ে বাম পায়ে আঘাত করে। এতে পা থেকে প্রচুর রক্তক্ষরণ হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এদিন নূরু ইসলাম সওদাগরের ছেলে জাকির হোসেন এ ঘটনার সাথে জড়িত মেহেদী (২৮), সোয়াইব (২২), আনোয়ার হোসেন (৫৫), সুমন (৩০), মাসুম (৩২) ও তারেক (৩৫) এর নাম উল্লেখ্যসহ আরও ৪ থেকে ৫ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন। স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলাম বলেন, দোকানের বাকি টাকা নিয়ে এ ঘটনা ঘটেছে। শুনেছি আহত দোকানদারের ছেলে থানায় অভিযোগ দিয়েছে। এ ব্যাপারে সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম বলেন, এ ঘটনায় আহতের ছেলে অভিযোগ করেছে। বিষয়টি তদন্ত পূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
|
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |