একাধিক মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী র্যাব-৫ এর অভিযানে গ্রেফতার।
ফাহিম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ
|
৩টি মামলার পলাতক এক আসামীকে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। র্যাবের প্রেরিত এক বার্তা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় গণমাধ্যমকে। র্যাব জানায় সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল শনিবার ১১ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন বিশ্বরোড মোড় এলাকায় অভিযান পরিচালনা করে এনআই এ্যাক্ট এ ০১ বছরের সাজাপ্রাপ্ত এবং ২৬,৫০,০০০/-(ছাব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার) টাকা অর্থ দন্ড-সহ ০৩টি মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যাক্তি জেলার শিবগঞ্জ থানার চণ্ডিপুর এলাকার মৃত লাল মোহাম্মদের ছেলে মোঃ তরিকুল ইসলাম। বিজ্ঞপ্তির বরাতে জানা যায় আসামীকে গ্রেফতারে র্যাবের একটি চৌকশ গোয়েন্দা দল দীর্ঘদিন ধরে কঠোর গোয়েন্দা নজরদারী অব্যাহত রেখেছিল। পরে ওই আসামীকে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় হস্তান্তর করে র্যাব।
|
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |