গোপালগঞ্জে কাঁচা ধান কেটে ধানের জমি দখলের অভিযোগ উঠেছে
স্টাফ রিপোর্টার
|
![]() গোপালগঞ্জে কাঁচা ধান কেটে ধানের জমি দখলের অভিযোগ উঠেছে বিবাদীগন বালু ভরাট ও দখল করার চেষ্টা করে। মামলা সুত্রে জানা যায়, কোর্ট থেকে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বিবাদীগন আবুল কালাম শেখের ধানের জমিতে মাটি কাটার কাজ অব্যাহত রেখেছে। কোর্টের নিষেধাজ্ঞা মানছে না আসাদের লোকজন। ভুক্তভোগীরা বাধা দিতে গেলে তাদেরকে ভয়ভীতি ও মেরেফেলার হুমকি দেয় । ভুক্তভোগীরা বর্তমানে জীবননাশের আশঙ্কায় আছে বলে জানায়। এব্যাপারে মুকসুদপুর সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ি এএসআই মোঃ সরোয়ার হোসেন বলেন আমি ঘটনাস্থলে গিয়ে বিবাদীকে নোটিশ দিয়েছি, কাজ বন্ধ রয়েছে । এব্যাপারে বিবাদী আবুল আজাদ মাতুব্বরকে মুঠো ফোনে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, এটা আমার নানীর সম্পত্তি আমার নানীর কোন ছেলে ছিল না। সেই সুবাদে আমরা ওই জমির অংশিদার। কাচা ধান কাটার কথা বললে তিনি বলেন আমি কাটি নাই এব্যাপারে আমি কিছু জানি না আমার ভাই জানে ।
|
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |