বিএনপির সমাবেশে পুলিশ হত্যা মামলায় ফেনী জেলা যুবদলের সভাপতি গ্রেফতার
রাসেল মিরসরাই
|
![]() বিএনপির সমাবেশে পুলিশ হত্যা মামলায় ফেনী জেলা যুবদলের সভাপতি গ্রেফতার ১২ নভেম্বর মধ্যরাতে ফেনী মডেল থানার মোহাম্মদ আলী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এবং গ্রেফতারের পর ২৮ অক্টোবর বিএনপির সমাবেশে পুলিশের উপর হামলার ঘটনায় সে জড়িত ছিলেন বলে স্বীকার করেন। র্যাব-৭ ফেনীর কোম্পানি অধিনায়ক স্কোয়াডন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম ঢাকায় পুলিশ হত্যার ঘটনায় যুবদল নেতা জাকির হোসেন জসিম কে আটকের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। জানা গেছে, তাঁর বিরুদ্ধে ফেনী এবং খাগড়াছড়ি জেলার বিভিন্ন থানায় সরকারী সম্পত্তির ক্ষতিসাধন ও বেআইনি সমাবেশ, নাশকতা, হত্যাচেষ্টাসহ আরো ১৩ টি মামলা রয়েছে।
|
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |