ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
সদস্য হোন |  আমাদের জানুন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২ ডিসেম্বর ২০২৩ ১৭ অগ্রহায়ণ ১৪৩০
পাবিপ্রবির ভূগোল ও পরিবেশ বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
রাফিউল ইসলাম, পাবিপ্রবি
প্রকাশ: Sunday, 12 November, 2023, 2:28 PM

পাবিপ্রবির ভূগোল ও পরিবেশ বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

পাবিপ্রবির ভূগোল ও পরিবেশ বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

নবীনদের ফুল দিয়ে বরণ, বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান,সভাপতি, প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের বক্তব্য , মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ভূগোল ও পরিবেশ বিভাগের ৮ম ব্যাচের নবীন বরণ ও ৩য় ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

পবিত্র কুরআন তেলওয়াত (পাঠ করেন মিখাইল হোসাইন) ও পবিত্র গীতা ( পাঠ করেন অর্পণা চৌধুরী)  পাঠের  মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। 

বিশ্ববিদ্যালয়ের কবি বন্দে আলী মিয়া মুক্তমঞ্চে শনিবার (১১ নভেম্বর) বিকেল সাড়ে চারটায় ভূগোল ও পরিবেশ বিভাগের উদ্যোগে নবীন শিক্ষার্থীদের বরণ ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন। 


উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন বলেন, "তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, ভূগোল পড়ে আমি কি করবো!কোথায় যাবো! 
আমি মনে করি এটি একদম একটি পরিপূর্ণ সাবজেক্ট  এবং তুমি ভূগোল পড়ে যে জায়গায়ই যাও তুমি সব জায়গায় ফিট। কাজেই আজকে যারা বেরিয়ে যাচ্ছো তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে।"
তিনি আরও বলেন, "আমাদের লেখাপড়াটা  শুধু একাডেমি পরীক্ষায় পাশ করা না, বিশ্ববিদ্যালয় জীবন কিন্তু সব মিলিয়ে জীবন, যেটা কিনা তোমরা বললে বিশ্ববিদ্যালয়ের জীবন ভালো লাগে! কেনো ভালো লাগে! বললে স্বাধীন ভাবে আমি এখন ভাবতে শিখেছি, আমার ভাবনাটাকে কাজে লাগাতে পারি, এইযে কথাটা, আমার ভাবনাটা কাজে লাগাতে পারি বা চিন্তা করতে পারি। আমি মনে করি এটিই একটি পরিপূর্ণ মানুষের বহিঃপ্রকাশ।"

অনুষ্ঠানের আয়োজনে সংশ্লিষ্ট শিক্ষার্থী, সাংস্কৃতিক অনুষ্ঠানে পারফরম্যান্সকারীদের শুভেচ্ছা জানিয়ে বিভাগের চেয়ারম্যান ড. রাহিদুল ইসলাম বলেন, " নবীন শিক্ষার্থীদের এই অনুষ্ঠানের মাধ্যমে বরণ করে নিচ্ছি। বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো, যারা গ্রাজুয়েশন কমপ্লিট করছো তোমরাই এই বিভাগের ব্র্যান্ড অ্যাম্বাসেডর তোমরাই এই বিভাগের পরিচয়।"
তিনি আরও বলেন, "অনেক শিক্ষার্থীই ভাবে আমি তো ব্যাক বেঞ্চে বসি আমার সিজিপিএ কম স্যাররা হয়তো আমাকে চেনে না, এটা সম্পন্নই তোমাদের ভুল ধারণা। 
সন্তান যেমনই হোক বাবা-মা যেমন তাদের ভোলে না,ভালোবাসা মমতার কমতি থাকে না। ঠিক তেমনি তোমরা যখন বিভাগে থাকো তোমরা আমাদের সন্তানের মতো।সো কখনই মনে করবা না যে স্যাররা আমাদের চেনে না, তোমরা সবাই আমাদের শিক্ষার্থী তোমাদের সবাইকেই আমরা জানি।" 
ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান ড. রাহিদুল ইসলামের সভাপতিত্বে  অনুষ্ঠানে একই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল ইসলাম ও সহকারী অধ্যাপক হুমায়রা আনজুম বক্তব্য দেন।

এছাড়া বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্য বক্তব্য দেন বিভাগের ৪র্থ ব্যাচের শিক্ষার্থী মাহমুদুল হাসান রিফাত। 
এবং বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য প্রদান করেন মো: জাহিরুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. এস.এম মোস্তফা কামাল খান, প্রক্টর ড. মোঃ কামাল হোসেন,ছাত্র উপদেষ্টা ড. মোঃ নাজমুল হোসাইন, সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল ইসলাম, সহকারী অধ্যাপক হুমায়রা আনজুম এবং পাবিপ্রবি শাখা ছাত্রলীগের সভাপতি ফরিদুল ইসলাম বাবু এবং সাধারণ সম্পাদক নুরুল্লাহ।
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠান পরিচালনা করেন ভূগোল ও পরিবেশ  বিভাগের ৪র্থ ব্যাচের শিক্ষার্থী রাসেল মাহবুব ও ফাতেমা যোহরা সারা।
সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন সাব্বির ইসলাম সজীব(৬ষ্ঠ ব্যাচ) ও হুমাইরা ইসলাম জীম (৪র্থ ব্যাচ) এবং ৬ষ্ঠ ব্যাচের শিক্ষার্থী এস,এম মোরশেদুল আমিন জিসান ও সানজিদা স্মৃতি। 


উল্লেখ্য, অনুষ্ঠানে সম্মাননা স্মারক প্রদান করা হয় মাননীয় উপাচার্য ড. হাফিজা খাতুন এবং তার বড় বোন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. হাবিবা খাতুন কে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, ১৭/ডি আজাদ সেন্টার, ৫৫ পুরানা পল্টন, ঢাকা ১০০০।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status