ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি ২০২৫ ২৮ মাঘ ১৪৩১
বিএনপির সমাবেশে পুলিশ হত্যা মামলায় ছাত্রদল নেতা গ্রেফতার
ফাহিম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশ: Sunday, 12 November, 2023, 2:23 PM

বিএনপির সমাবেশে পুলিশ হত্যা মামলায় ছাত্রদল নেতা গ্রেফতার

বিএনপির সমাবেশে পুলিশ হত্যা মামলায় ছাত্রদল নেতা গ্রেফতার

গত ২৮ অক্টোবর রাজধানীতে বিএনপির মহাসমাবেশের সময় পুলিশ কনস্টেবল আমিরুল হক হত্যা মামলায় চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের আহ্বায়ক মো. ইউসুফ রাজাকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (১০ নভেম্বর) দিনগত রাতে শহরের রেইহাচর-মহানন্দা সেতুর টোলঘর এলাকা থেকে ছাত্রদলের ওই নেতাকে গ্রেফতার করে র‍্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়নের সদস্যরা।
 
জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে র‍্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। পরে রাতেই তাকে সদর মডেল থানায় সোপর্দ করে ক্যাম্প সদস্যরা। পরে এ বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করে জানান সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন।

ওসি জানান, গত ২৮ অক্টোবর ঢাকায় সহিংসতার ঘটনায় একটি মামলার এজাহারনামীয় আসামি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের আহ্বায়ক ইউসুফ রাজা। এরপর পুলিশ ও র‍্যাব সদস্যরা তাকে গ্রেফতারে বিভিন্নস্থানে অভিযান চালায়। এর প্রেক্ষিতে শুক্রবার দিনগত রাতে র‍্যাব সদস্যরা তাকে গ্রেফতারের পর পুলিশে সোপর্দ করে।
 
পরে শনিবার (১১ নভেম্বর) দুপুরে তাকে চাঁপাইনবাবগঞ্জ আদালতে পাঠানো হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে জানান ওসি সাজ্জাদ হোসেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ। কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status