ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
সদস্য হোন |  আমাদের জানুন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২ ডিসেম্বর ২০২৩ ১৭ অগ্রহায়ণ ১৪৩০
রাজধানীতে একের পর এক বাসে আগুন, মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 12 November, 2023, 1:43 AM

রাজধানীতে একের পর এক বাসে আগুন, মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ

রাজধানীতে একের পর এক বাসে আগুন, মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ

বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলোর ডাকা চতুর্থ দফায় ৪৮ ঘণ্টা অবরোধ শুরুর আগেই শনিবার রাতে রাজধানীতে ছয়টি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রাত ৮টা থেকে রাত পৌনে ১২টার মধ্যে এসব আগুনের ঘটনা ঘটে। এছাড়া ফার্মগেট ও গুলিস্তানে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এসব তথ্য গণমাধ্যমকে জানানো হয়েছে।

শনিবার রাত ৮টা ২০ মিনিটে নটর ডেম কলেজ পুলিশ বক্সের সামনে লাল সবুজ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়। এর ১০ মিনিট পর গাবতলী বাসস্ট্যান্ডের সামনে গাবতলী এক্সপ্রেস পরিবহনের (৮ নম্বর) একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এদিকে রাত ৯টার দিকে গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটের সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে।

অন্যদিকে রাত ৯টার দিকে যাত্রাবাড়ীতে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এরপর রাত ১১টার দিকে আগারগাঁওয়ের তালতলা বাসস্ট্যান্ডের কাছে শিখর পরিবহনের একটি বাসে আগুন দেয়ার ঘটনা ঘটে। রাত ১১টা ৩৮ মিনিটে কাফরুল থানার বিপরীতে প্রজাপতি পরিবহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

এদিকে রাত সাড়ে ৯টার দিকে গাজীপুরের জয়দেবপুরের যুগীতলা এলাকায় একটি পিকআপে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে গাজীপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণ করে।

রাত পৌনে ১২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোথাও কারো হতাহতের তথ্য পাওয়া যায়নি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, ১৭/ডি আজাদ সেন্টার, ৫৫ পুরানা পল্টন, ঢাকা ১০০০।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status