ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
সদস্য হোন |  আমাদের জানুন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২ ডিসেম্বর ২০২৩ ১৭ অগ্রহায়ণ ১৪৩০
লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় বিরল প্রজাতির হিমালিয়ান শকুন ধরা খেলো
মোঃ হানিফ মিয়া, লালমনিরহাট
প্রকাশ: Saturday, 11 November, 2023, 11:01 PM

লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় বিরল প্রজাতির হিমালিয়ান শকুন ধরা খেলো

লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় বিরল প্রজাতির হিমালিয়ান শকুন ধরা খেলো

লালমনিরহাটের হাতীবান্ধায় বিলুপ্তপ্রায় জাতের ২০-২৫ কেজি ওজনের একটি হিমালয়ান শকুন উদ্ধার করেছে কয়েকজন কিশোর।j পরে শকুনটি দেখতে দূর-দূরান্ত থেকে উৎসুক মানুষ ভিড় করেন।

শনিবার বিকেলে উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের ক্লিনিকপাড়া এলাকায় শকুনটি উদ্ধার করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার ও বন বিভাগের কর্মকর্তার পরামর্শে শকুনটি অবমুক্ত করা হয়
স্থানীয়রা জানান, বিকেলের দিকে শকুনটি হঠাৎ একটি ধানক্ষেতে উড়ে এসে পড়ে। ধানক্ষেতে পড়ার পরপরই স্থানীয় কয়েকজন কিশোর শকুনটির পায়ে দড়ি দিয়ে বেঁধে রাখে। পরে স্থানীয় বন বিভাগের পরামর্শক্রমে শকুনটিকে অবমুক্ত করা হয়।
স্থানীয়দের ধারণা, বিশাল আকৃতির এই হিমালয়ান শকুন শুধুমাত্র ভারতের কিছু এলাকায় দেখা যায়। খুব সম্ভবত শকুনটি পথ ভুলে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে এসেছে। শকুনটিকে দেখে মনে হয়েছে অসুস্থ। তাই বেশ কিছুক্ষণ উড়তে পারেনি।

স্থানীয় রাশেদ হোসেন বলেন, অসুস্থতার কারণে শকুনটি উড়তে পারছিল না। একপর্যায়ে ঐ গ্রামের সিয়াম ও মোকছেদুল নামে দুই যুবক শকুনটিকে উদ্ধার করে দড়ি দিয়ে বেঁধে রাখেন।

লালমনিরহাটে হাতীবান্ধা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আব্দুর রহমান বলেন, ফসলি মাঠ থেকে কিশোররা শকুনটি উদ্ধার করে আমাদেরকে ফোনে জানায়। শকুনটি অসুস্থ হওয়ায় আকাশে উড়তে পারছিল না। সুস্থ হওয়ার পর সেটিকে ছেড়ে দেওয়ার পরামর্শ দিয়েছি।

এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা নির্বাহী অফিসার নাজির হোসেন বলেন, খবর পেয়ে বন বিভাগের লোকজনকে জানিয়েছি। তারা শকুনটি উদ্ধার করার ব্যবস্থা গ্রহণ করবেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, ১৭/ডি আজাদ সেন্টার, ৫৫ পুরানা পল্টন, ঢাকা ১০০০।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status