ব্রেকআপের পর সারার বাড়িতে কেন গেলেন কার্তিক
নতুন সময় ডেস্ক
|
![]() ব্রেকআপের পর সারার বাড়িতে কেন গেলেন কার্তিক ব্যাপারটা একটু বিশদে বলা যাক। সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে এমনই এক ভিডিও, যেখানে দেখা গেছে হলুদ পোশাকে একেবারে হ্যান্ডসাম হয়ে সার আলি খানের বাড়িতে হাজির কার্তিক। সারার বাড়িতে কার্তিকের এই আগমণ নজরে পড়েছে উপস্থিত ফটোগ্রাফারদের। জানা গেছে, সারার বাড়ির দিওয়ালির অনুষ্ঠানে হাজির ছিলেন কার্তিক আরিয়ান। হলুদ পাঞ্জাবিতে নজর কেড়েছিলেন বলিউডের এই কিউট নায়ক। এর আগে, কফি উইথ করণ চ্যাট-শোতে সারা স্পষ্ট জানিয়েছিলেন, ব্রেকআপের পরে বন্ধুত্ব রাখা খুব কঠিন। তবে সারা যে সেই কঠিন কাজকেই সহজ করে তুলতে চাইছেন, তার প্রমাণ দিওয়ালি পার্টিতে কার্তিককে নিমন্ত্রণ। সারার পার্টিতে হাজির ছিলেন আদিত্য রায় কাপুর, অনন্যা পাণ্ডের মতো তারকারাও।
|
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |