বিপিএল ফুটবল ভেন্যু করতে মোহামেডান কর্মকর্তাদের টাঙ্গাইল স্টেডিয়াম পরিদর্শন
মোজাম্মেল হক,টাঙ্গাইল
|
![]() বিপিএল ফুটবল ভেন্যু করতে মোহামেডান কর্মকর্তাদের টাঙ্গাইল স্টেডিয়াম পরিদর্শন ৯ অক্টোবর বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল স্টেডিয়ামে মাঠ পরিদর্শনে আরো আসেন ঢাকা মোহামেডানের ফুটবল কোচ, জাতীয় দল ও মোহামেডানের সাবেক ফুটবলার আলফাজ আহমেদ, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সমন্বয় কর্মকর্তা সাইদুল ইসলাম, সাবেক ফুটবল রেজাউল করিম বিপ্লব। এ সময় টাঙ্গাইলের তারকা ফুটবলার শহিদুল আলম রঞ্জন, সাইফুল ইসলাম,, গোবিন্দ চন্দ, ইউসুফ আলী খান, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি এম ফিরোজ আহমেদ ও যুগ্ম সম্পাদক ইফতেখারুল অনুপম, কার্যকরী সদস্য ভ্রমর চন্দ্র ঘোষ ঝুটন, তারেক মাহমুদ খান জুয়েল ও আনিসুর রহমান আলো উপস্থিত ছিলেন। বাংলাদেশ ফুটবল লীগ( পেশাদার লীগ) ১২টি দল নিয়ে দেশের বিভিন্ন স্থানে খেলা হবে। প্রতিটি দলের সাথে তাদের হোম ভেন্যু ও বিপক্ষের হোম ভেন্যুতে ২টি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। ৬ মাস ব্যাপী এই ফুটবল লীগের প্রতিটি দল নিজ ভেন্যুতে ১১টি ম্যাচে অংশ গ্রহণ করবে। সে সুবাদে টাঙ্গাইল ভেন্যুতে আবাহনী, বসুন্ধরা, শেখ জামাল, শেখ রাসেল সহ বিভিন্ন দলের সাথে ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে। যা টাঙ্গাইলের ক্রীড়াপ্রেমী ফুটবল দর্শক প্রাণ ভরে আকর্ষনীয় ফুটবল ম্যাচ উপভোগ করতে পারবে। সমন্বয় ঠিকমত হলে টাঙ্গাইলবাসী দীর্ঘ দিন পর পেশাদার ফুটবল লীগের খেলা উপভোগ করবে।
|
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |