ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
সদস্য হোন |  আমাদের জানুন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২ ডিসেম্বর ২০২৩ ১৭ অগ্রহায়ণ ১৪৩০
চৌদ্দগ্রামে পানিতে ডুবে শিশুর মৃত্যু
আবদুর রউফ, চৌদ্দগ্রাম, কুমিল্লা
প্রকাশ: Thursday, 9 November, 2023, 11:59 PM

চৌদ্দগ্রামে পানিতে ডুবে শিশুর মৃত্যু

চৌদ্দগ্রামে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাড়ীর পাশের পুকুরের পানিতে ডুবে উম্মে হাফসা (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (০৯ নভেম্বর) সকাল সাড়ে দশটায় উপজেলার কনকাপৈত ইউনিয়নের করপাটি পশ্চিম পাড়া মিয়াজী বাড়ী সংলগ্ন শাহী জামে মসজিদের পুকুরে এ ঘটনা ঘটে। সে একই গ্রামের মো: আলমগীর মিয়াজীর চতুর্থ কন্যা। হাফসার মৃত্যুতে তার মা-বাবা সহ পরিবারের লোকজন শোকে বারবার মুর্ছা যাচ্ছেন। স্বজনদের গগনবিদারী চিৎকারে যেন আকাশ-বাতাস ভারী হয়ে উঠছে। নিহতের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

বিষয়টি নিশ্চিত করে নিহত হাফসার চাচা মো: মনির হোসেন মিয়াজী বলেন, ‘চার বছর বয়সী হাফসা বৃহস্পতিবার সকালে খেলার ছলে বাড়ির পাশের মসজিদের পুকুরে পড়ে যায়। তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন অনেক খোাঁজাখুঁজি করে। কিছুক্ষণ পর তাকে মসজিদের পুকুরে ভাসমান অবস্থা থেকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত বৃহস্পতিবার বাদ আছর জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে পরিবার সূত্রে জানা গেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, ১৭/ডি আজাদ সেন্টার, ৫৫ পুরানা পল্টন, ঢাকা ১০০০।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status