আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার উপস্থিতি বাড়াতে মতবিনিময় সভা
মিজানুর রহমান গোবিন্দগঞ্জ (গাইবান্ধা)
|
গাইবান্ধার গোবিন্দগঞ্জে নৌকা মার্কা বিজয় করতে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোট কেন্দ্রে সাধারণ ভোটারদের উপস্থিতি বাড়াতে পৌরসভার ৯টি ভোট কেন্দ্রের নেতা-কর্মী ও সাধারণ ভোটারদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা চত্বর সংলগ্ন ধানসিঁড়ি স্কুল মাঠে এ সভাটি অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য, সাবেক উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ। বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা মনোনয়ন প্রত্যাশী অধ্যক্ষ আবুল কালাম আজাদ প্রধান অতিথির বক্তব্যে বলেন- আসন্ন নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে প্রয়োজন সম্মিলিত ঐক্যের। ওয়ার্ড ভিত্তিক আমাদের ভোটার সমর্থকদের একত্রিত করে সাধারণ ভোটারদের কাছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার শাসনামলে দেশের চলমান উন্নয়ন ও শান্তির বাণী পৌঁছাতে হবে। প্রতিটি পাড়া-মহল্লায় শান্তিপূর্ণ সহাবস্থানের মাধ্যমে দেশ বিরোধী ষড়যন্ত্রকারী বিএনপি-জামাতের ভোটে ভরাডুবি করতে ভোটারদের ব্যাপক উপস্থিতির বিকল্প নেই। আপনার এলাকার সাধারণ ভোটারদের ভোটদানে উৎসাহিত করবেন এবং তাদের নিরাপত্তার সাথে ভোটদানের ব্যবস্থা করবেন। এ মতবিনিময় সভার আহবায়ক ১ নম্বর প্যানেল মেয়র ও ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শাহীন আকন্দ এবং যুগ্ম আহবায়ক, ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম জাফু ও হাবিবুর রহমান বিদ্যুতের আহবানে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সদস্য মুকিতুর রহমান রাফি, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হাজ্বী জাকারিয়া ইসলাম জুয়েল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও দরবস্ত ইউপির চেয়ারম্যান আ.র.ম শরিফুল ইসলাম জর্জ, উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আকতারা বেগম রুপা, শিবপুর ইউপির সাবেক চেয়ারম্যান তৌহিদুল ইসলাম প্রধান শাহীন, সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাপমারা ইউপির চেয়ারম্যান শাকিল আকন্দ বুলবুল, কামারদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক তৌকির হাসান রচি, গুমানীগঞ্জ ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী যুবলীগের যুগ্ন আহবায়ক মাসুদুর রহমান মুরাদ। আরও বক্তব্য রাখেন- প্যানেল মেয়র-২ ও ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রিমন তালুকদার, ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান রিপন, ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাজেদুল ইসলাম, ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোখলেছুর রহমান, ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনারুল ইসলাম আন্টু, ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিসলর শামসুদ্দিন ভেলা,বিশিষ্ট ব্যবসায়ী সুজাউল ইসলাম সুজা ও জিলহাজ; সংরক্ষিত মহিলা কাউন্সিলর সুইটি, জহুরা বেগম ও সাহানা বেগম; সাবেক সংরক্ষিত মহিলা কাউন্সিসলর গোলাপী বেগম, শিল্পী বেগম ও মারুফা বেগম প্রমুখ। ওয়ার্ড ভিত্তিক প্রস্তাবনামূলক বক্তব্য রাখেন- ১নম্বর ওয়ার্ড থেকে সাবেক সেনা সদস্য সুলতান মাহমুদ ফুলমিয়া; ২ নম্বর ওয়ার্ড থেকে গোলাম মোস্তফা ভানু, মুনছুর আলী ও যুবলীগ নেতাসাইফুল ইসলাম; ৩ নম্বর ওয়ার্ড থেকে প্রভাষক সাখাওয়াত হোসেন ও সাবেক কাউন্সিলর ফারুক; ৪ নম্বর ওয়ার্ড থেকে পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক আল আমিন ও দুদুল; ৫ নম্বর ওয়ার্ড থেকে হারুন সরকার ও উপজেলা ছাত্র্লীগের আহবায়ক ফরহাদ আকন্দ; ৬ নম্বর ওয়ার্ড থেকে প্রভাষক শফিকুল আযম, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আ. সোবহান মুন্নু,অলক মহন্ত, পৌর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক উজ্জ্বল হক প্রধান, পৌর ছাত্রলীগের যুগ্ম আহবায়ক রেজা ও স্বেচ্ছাসেবকলীগের সদস্য আরাফাতুল ইসলাম অহন; ৭ নম্বর ওয়ার্ড থেকে পৌর আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাহারুল, পৌর ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মুন্নু ও সাবেক ছাত্রলীগ নেতা সুমন; ৮ নম্বর ওয়ার্ড থেকে জুয়েল, আজগর, মজনু, ডালেছ ও জাহাঙ্গীর; ৯ নম্বর ওয়ার্ড থেকে উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মুক্তার হোসেন সাদ্দাম, আলম, মিলন, জয়নাল, মামুন ও শফিকুল প্রমুখ। যৌথ সভায় নেতৃবৃন্দ নির্বাচনকালীন কেন্দ্র ভিত্তিক নেতা-কর্মীদের করণীয় ও সীমাবদ্ধতা প্রসঙ্গে বিস্তারিত বক্তব্যে তুলে ধরেন। অনেকেই বিভিন্ন সময়ে ভোটকেন্দ্রে নিজেদের অর্জিত অভিজ্ঞতা তুলে ধরে তা সংযোজন ও সংশোধন বিষয়ক পরামর্শ প্রদান করেন। বক্তব্যে সকলেই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় আনার জন্য ভোট কেন্দ্রগুলোতে ব্যাপক ভোটার উপস্থিতির মাধ্যমে নৌকাকে বিজয়ী করার দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেন।
|
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |