বেগমগঞ্জ সরকারী কারিগরি উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন উদ্ভোধন
আজিজ আহমেদ, নোয়াখালী
|
ঐতিহ্যবাহী নোয়াখালীর বেগমগঞ্জ সরকারী কারিগরি উচ্চ বিদ্যালয়ের ৬ তলা ভীত বিশিষ্ট নতুন একাডেমিক ভবন উদ্ভোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে ছিলেন বেগমগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মামুনুর রশীদ কিরন। বেগমগঞ্জ সরকারী কারিগরি উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে সংসদ সদস্য মামুনুর রশীদ কিরন সহ অতিথিরা ফিতা কেটে উদ্ভোধন করেন। বক্তব্যে অতিথিরা বলেন, আগামী প্রজন্মকে লেখাপড়ার মাধ্যমে ডিজিটাল দেশ গড়তে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। তিনি বলেন সরকার সবসময়ই সরকারি বিদ্যালয়ের সাথে বেসরকারি স্কুলের বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে আসছে। এ সময় আরো উপস্থিত ছিলেন, বিশেষ অতিথি ছিলেন বেগমগঞ্জ উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুর হোসেন মাসুদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছানা উল্লাহ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দীপক চন্দ্র সাহা, ড. শরীফ উল্লাহ, আওয়ামী লীগের সহ সভাপতি সামছু উদ্দিন সামছু সহ আরো অনেকে।
|
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |