পটুয়াখালীর বাউফলে সর্বজনীন পেনশন বিষয়ক সভা অনুষ্ঠিত
মোঃ কাওছার আহমেদ,বাউফল
|
![]() পটুয়াখালীর বাউফলে সর্বজনীন পেনশন বিষয়ক সভা অনুষ্ঠিত আজ বৃহস্পতিবার (৯ নভেম্বর) ‘সুখে ভরবে আগামী দিন, পেনশন এখন সর্বজনীন’ প্রতিপাদ্যকে সামনে রেখে সকাল ১০ টায় উপজেলা পরিষদের নতুন হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক চীফ হুইপ মাননীয় সংসদ সদস্য আ স ম ফিরোজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) প্রতিক কুমার কুন্ডু, মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমুল হক,সাবেক ভাইস চেয়ারম্যান সামছুল আলম মিয়া, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ নুরনবী। প্রধান অতিথির বক্তব্যে আ স ম ফিরোজ বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে এবং গণমানুষের ভাগ্য পরিবর্তন করে সচ্ছল করতে বর্তমান সরকারের এ পেনশন স্কিম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একজন ব্যক্তির আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জন উন্নয়নকল্পে উক্ত স্কিমের প্রণয়ন করেন। পরবর্তীতে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে ৪ টি পেনশন স্কিমের সমন্বয়ে গঠিত সর্বজনীন পেনশন স্কিম বিষয়ে সম্যক ধারনা দেন সহকারী কমিশনার (ভূমি) প্রতিক কুমার কুন্ডু। অনষ্ঠানের শেষদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা বশির গাজীর পরিচালনায় সর্বজনীন স্কিম বিষয়ে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলার সকল স্কুল, কলেজ, মাদরাসার প্রধানগণসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
|
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |