কুড়িগ্রামে গত ২৪ ঘন্টায় বিভিন্ন অপরাধে ২৬ জন গ্রেফতার
আহম্মেদুল কবির,কুড়িগ্রাম
|
কুড়িগ্রামে গত ২৪ ঘন্টায় বিভিন্ন অপরাধে ২৬ জন গ্রেফতার কুড়িগ্রামে জুয়া,চোরাচালান রোধ,মাদক প্রতিরোধ ও সকল প্রকার বে- আইনি কর্মকান্ড আইনগত প্রক্রিয়ায় কঠোর ভাবে নির্মূল করার ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় বিভিন্ন থানার পুলিশ ভিন্ন ভিন্ন অপরাধে ২৬ জনকে গ্রেফতার করেছে। আজ ৯ নভেম্বর জেলা পুলিশের এক প্রেস বিঞ্জপ্তি সূত্র জানায়, কুড়িগ্রাম জেলার বিভিন্ন থানায় গত ২৪ ঘন্টায় বিশেষ অভিযান পরিচালনা করে জিআর ওয়ারেন্ট মূলে ০১ জন (কুড়িগ্রাম), সিআর ওয়ারেন্ট মূলে ১৬ জন (কুড়িগ্রাম-০২, নাগেশ্বরী-০১, ফুলবাড়ী-০২, ভূরুঙ্গামারী-১০, রৌমারী-০১), নিয়মিত মামলায় গ্রেফতার ০৭ জন (কুড়িগ্রাম-০৪, নাগেশ্বরী-০২, ভূরুঙ্গামারী-০১), পূর্বের মামলায় ০২ জন (কুড়িগ্রাম-০১, নাগেশ্বরী-০১) সহ মোট ২৬ জন আসামী গ্রেফতার করে। কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) জনাব মোঃ রুহুল আমীন বলেন, নিরাপদ কুড়িগ্রামের জন্য আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। ফৌজদারি অপরাধ যেমন চুরি, ছিনতাই, মাদক, নারী নির্যাতন সহ শান্তিনবিনষ্ট কারী, উগ্রবাদ, সাইবার অপরাধের সাথে যেই জড়িত থাকুক না কেন, তাকে আইনের আওতায় আনতে টিম কুড়িগ্রাম জেলা পুলিশ দিন রাত কাজ করে যাচ্ছে। এ জন্য তিনি জেলার সম্মানিত নাগরিকদের টেকসই নিরাপত্তার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
|
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |