কুড়িগ্রামে ফেন্সিডিল, ইয়াবা,২ টি মোটর সাইকেলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার
আহম্মেদুল কবির,কুড়িগ্রাম
|
![]() কুড়িগ্রামে ফেন্সিডিল, ইয়াবা,২ টি মোটর সাইকেলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার মতি (খারাপাড়া) গ্রাম থেকে গোপন সংবাদের ভিত্তিতে ১ টি মোটর সাইকেলের ট্যাংকির ভেতরে অভিনব কায়দায় ফিটিং করা অবস্থায় ৪৫ বোতল ফেন্সিডিল উদ্ধার এবং মোটরসাইকেল জব্দ করে।অপর দিকে গভীর রাতে সদর থানার ডিবি পুলিশ যাত্রাপুর ইউনিয়নে অভিযান পরিচালনা করে রংপুর জিএলরায় রোড এলাকার কুখ্যাত মাদক কারবারি শ্রী সুইট সরকার, রংপুর সদরের মোঃ বাবু, গাইবান্ধা সদর এলাকার মোঃ নাজমুল হক দেরে ২০০ পিস ইয়াবা সহ অপর আরো একটি মোটরসাইকেল জব্দসহ হাতেনাতে গ্রেফতার করে। কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) জনাব মোঃ রুহুল আমীন বলেন, উক্ত দুটি বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে পুলিশের ধারাবাহিক এই সমস্ত অভিযান পরিচালনা করার সময় তিনি সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করেন।
|
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |