চাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ককটেল উদ্ধার করলো র্যাব
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
|
![]() চাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ককটেল উদ্ধার করলো র্যাব বুধবার (৮ নভেম্বর) সকালে র্যাব-৫ এর সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প কার্যালয় থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে জানানো হয়, চলমান রাজনৈতিক সহিংসতায় নাশকতার উদ্দেশ্যে দুষ্কৃতিকারী সন্ত্রাসীদের উদ্দেশ্যমূলক কর্মকাণ্ডের গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-৫ রাজশাহীর সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি চৌকষ আভিযানিক দল মঙ্গলবার দিবাগত গভীর রাত ১ টায় বুধবার (৮ নভেম্বর) জেলার সদর উপজেলার রামচন্দ্রপুর কুথানীপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় মৃত বিশারত আলীর ছেলে বাদলের (৪৫) বাড়ির পেছনে একটি সিমেন্টের ব্যাগে ককটেল সদৃশ্য বস্তু দেখতে পেয়ে বিশেষায়িত বোম ডিসপোজাল ইউনিট রাজশাহীর মাধ্যমে ৫ টি অবিস্ফোরিত ককটেল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বোম সদৃশ ককটেলগুলো জিডি মূলে নবাবগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে এবং জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার জন্য র্যাবের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ক্যাম্প অধিনায়ক।
|
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |