চাঁপাইনবাবগঞ্জে কোটি টাকার ভারতীয় পোষাক জব্দ
ফাহিম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ
|
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় কাপড় উদ্ধার করেছে ৫৯ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। মঙ্গলবার (৭ নভেম্বর) রাতে এসব শাড়ি, থ্রিপিস, শাল উদ্ধার করা হয়। তবে এ সময় কাওকে আটক করতে না পারলেও ট্রাকটি জব্দ করেছে বলে নিশ্চিত করে বিজিবি কর্তৃপক্ষ। এ ব্যাপারে রহনপুর ব্যাটালিয়ন ৫৯ বিজিবি'র অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করে বুধবার (৮ নভেম্বর) দুপুরে গোবরাতলা ব্যাটালিয়ন সদর দপ্তরে এক প্রেস ব্রিফিং এ সংবাদ কর্মীদের অবগত করে বলেন, বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শুল্ক স্থল বন্দর চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থল বন্দর থেকে মিথ্যা ঘোষণা দিয়ে ভারতীয় ক্লে এর আড়ালে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রিপিস ও শাল চাদর আনার নিজস্ব গোপন গোয়েন্দা সূত্রের ভিত্তিতে মঙ্গলবার (৭ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১১ টায় ব্যাটালিয়নের সোনামসজিদ বিওপির নায়েব মো. সাখাওয়াত হোসেনের নেতৃত্বে একটি চৌকশ টহল দল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৪/২-এস হতে ৮ শত গজ বাংলাদেশের অভ্যন্তরে জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের পিরোজপুর এলাকার ভেহিক্যাল স্ক্যানার রাস্তায় যানবাহন তল্লাশি শুরু করে। এ সময় সোনামসজিদ হতে কানসাট মুখী একটি ট্রাক যার নাম্বার (ঢাকা মেট্রো ট-২২-৬৩৮৩) কে টহল দল থামার জন্য সংকেত দিলে এর চালক মালামাল ভর্তি ট্রাক থামিয়ে কৌশলে ফেলে অন্ধকারে পালিয়ে যায়। তিনি আরো জানান, পরে ফেলে যাওয়া ট্রাক বুধবার (৮ নভেম্বর) সকাল ৯ টায় ব্যাটালিয়ন সদর দপ্তরের বিজিবি, ম্যাজিস্ট্রেট, পুলিশ ও কাস্টমস কর্মকর্তার সম্মুখে তল্লাশী করে ২ শত বস্তা চায়না ক্লে পাউডারের নিচে ঘোষণা বহির্ভূত কোটি টাকা সম মূল্যের ভারতীয় ২৭০ পিস শাড়ি, ৯১০ পিস থ্রিপিস ও ১৭০০ পিস শাল চাদর উদ্ধার করতে সক্ষম হয়। এ বিষয়ে কাস্টমস কর্মকর্তা ইউনুস আলী বলেন, বিজিবি কর্তৃক উদ্ধারকৃত মালামাল মো. রফিকুল ইসলামের জন্য মুকুল ট্রেডার্স নামক একটি আমদানীকারক প্রতিষ্ঠান আমদানী করছিলো বলে তদন্তে পাওয়া গেছে। কাস্টমস কর্তৃপক্ষ প্রচলিত সরকারি আইনে এর যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে এবং এসব অবৈধ মালামাল বিষয়ে কাস্টমস আরো সুক্ষ দৃষ্টি রাখবে বলে তিনি জানান। পরে উদ্ধারকৃত মালামাল চাঁপাইনবাবগঞ্জ কাস্টমস হাউজে হস্তান্তর করা হয়েছে বলে জানান অধিনায়ক।
|
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |