রংপুরে ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে
আব্দুর রহমান রাসেল রংপুর
|
![]() রংপুরে ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে এঘটনায় মিঠাপুকুর থানা পুলিশের সাথে ২ ঘন্টা পাল্টা পাল্টি তর্ক বিতর্ক হয়। এর আগে রোববার(৫ নভেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে পায়রাবন্দ বাজারে অবস্থিত নিজ ব্যবসা প্রতিষ্ঠান ঔষধের দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময় পাশে দাড়িয়ে থাকা স্থানীয় সদরপুর গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে হারুন তার ভাই মাছব্যবসায়ী হাকিম আলীর দোকানের মাছ কাটার বটি দিয়ে গলায় কোপ দেয়। তাৎক্ষণিক রাস্তার পাশে পড়ে যায় আহত চেয়ারম্যান। বাজারে অবস্থানরত স্থানীয়রা ছুটে এসে চেয়ারম্যানকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় ও ঘাতক হারুনকে আটক করে মিঠাপুকুর থানা পুলিশ। চেয়ারম্যানকে হামলার খবর পেয়ে তাৎক্ষণিক ছুটে আসে হাজারও জনতা । পরে ঘটনাস্থলে চেয়ারম্যান নিহত হওয়ার খবরে স্থানীয়রা ও প্রশাসনের কাছে ন্যায্য বিচারের আশ্বাসে হামলাকারীকে আইনের হাতে তুলে দেন। এর আগে হামলার খবরে তাৎক্ষণিক পায়রাবন্দ বাজারে আসে রংপুর অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম,মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান,মিঠাপুকুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজার রহমান।মিঠাপুকুর থানা পুলিশ ও ডিবি পুলিশের যৌথ প্রচেষ্টায় হামলাকারীকে নিয়ে যেতে সক্ষম হয় মিঠাপুকুর থানা পুলিশ। এবিষয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করে রংপুর অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, প্রাথমিক যে তথ্য পেয়েছি সেই তথ্যের ভিত্তিতে একজনকে আটক করা হয়েছে। আমাদের তদন্ত চলছে। আমরা এ সংক্রান্ত তথ্য প্রমাণ সংগ্রহ করছি। তথ্য প্রমাণ পাওয়ার পরে বিস্তারিত জানাতে পারবো।
|
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |