চৌগাছায় জোড়া খুনের ঘটনায় দু’ভাইয়ে ফাঁসির আদেশ
চৌগাছা (যশোর) প্রতিনিধি
|
যশোরের চৌগাছার টেঙ্গুরপুর গ্রামের দু’ভাই আয়ুব খান ও ইউসুফ আলী খানের জোড়া খুনের ঘটনায় একই গ্রামের দু’ভাই মুকুল খান ও বিপুল খানের ফাঁসির আদেশ দিয়েছে যশোর জেলা দায়রা জজ আদালত। একই সাথে তার আর এক ভাই বিপ্লব খান ও তার স্ত্রী রুপালি বেগমকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও অর্থদন্ডের আদেশ দেয় আদালত। বুধবার (৮ নভেম্বর) যশোর জেলা অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত তাজুল ইসলাম এ রায় প্রদান করে। রায়ে রাষ্ট্রপক্ষের পিপি আসাদুজ্জামান ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা সন্তুষ্টি প্রকাশ করেছে। পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, ২০২২ সালের ৭ এপ্রিল রাতে দু’ভাইকে পরিকল্পিতভাবে দা, রামদা, বটি দিয়ে ৩ জনকে হত্যার উদ্দেশ্য আঘাত করে। এতে আয়ূব খানের ছেলে রনি খান গুরুতর আহত হলে তার বাবা আয়ুব খান ও চাচা ইউসুফ আলী খান নিহত হয়। জানা যায় নিহত আয়ুব আলীর ক্ষেতে কাজ করত আসামীরা। ঘটনার দিন প্রথমে কথা কাটাকাটির এক পর্যায়ে বিপুল আয়ুব খানকে প্রথমে চড় থাপ্পড় মারে। আয়ুব খান বাড়িতে গিয়ে বিষয়টি তার ভাই ইউসুফ খান ও ছেলে রনিকে জানায়। পরে আয়ুব আলীকে সঙ্গে নিয়ে ভাই ইউসুফ আলী খান ও তার ভাতিজা রনিকে নিয়ে বিষয়টি প্রতিবাদ করতে গেলে আসামীরা ক্ষিপ্ত হয়ে তাদের দা, রামদা ও বটি দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। এ ঘটনায় আয়ুব খান ও ভাই ইউসুফ খান নিহত হয় এবং আয়ুব খানের ছেলে রনি মারাত্মকভাবে আহত হয়। এই ঘটনায় ৮ এপ্রিল আয়ুব খানের মেয়ে সোনীয়া খান বাদী হয়ে চৌগাছা থানায় ৪ জনকে আসামী করে হত্যা মামলা করেন। মামলা তদন্ত করে চৌগাছা থানার ইন্সেপেক্টর ইয়াসিন আলম চৌধুরী ও ৪ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট জমা দেন। |
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |