ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
সদস্য হোন |  আমাদের জানুন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২ ডিসেম্বর ২০২৩ ১৭ অগ্রহায়ণ ১৪৩০
হরতাল, অবরোধের বিরুদ্ধে লালমনিরহাটে শান্তি সমাবেশ ও র‌্যালী
লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 8 November, 2023, 10:39 PM

হরতাল, অবরোধের বিরুদ্ধে লালমনিরহাটে শান্তি সমাবেশ ও র‌্যালী

হরতাল, অবরোধের বিরুদ্ধে লালমনিরহাটে শান্তি সমাবেশ ও র‌্যালী

বিএনপি, জামায়াতের ডাকা হরতাল ও অবরোধে নারকীয় হত্যাযজ্ঞ, নৃশংস হামলা ও নৈরাজ্যের প্রতিবাদে লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ সিরাজুল হক এর নেতৃত্বে বিশাল মোটরসাইকেল র‌্যালী ও শান্তি সমাবেশ করেছে।

বুধবার (৮ নভেম্বর) বিকেলে লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলা আওয়ামী কার্যালয়ে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে সিরাজুল হকের স্বাগত বক্তব্যের মাধ্যমে হাজার হাজার মোটরসাইকেল নিয়ে শান্তি র‌্যালী হয়।

মোটরসাইকেল র‌্যালীটি লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভেলাবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে এসে শেষ হয়। পরে সেখানে যুবলীগের আয়োজনে শান্তি ও উন্নয়ন সমাবেশের আয়োজন করা হয়। 

ভেলাবাড়ি ইউনিয়ন যুবলীগের সভাপতি রিপন সরকারের সভাপতিত্বে শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজুল হক। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাদাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কৃষ্ণ কান্ত রায় বিদুর,  কমলাাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদ ওমর চিশতী, নিষ্ট পলিটেকনিক এর ইন্সট্রাক্টর ইঞ্জিঃ মোঃ আবু তালেব সরকার ও আদিতমারী উপজেলা যুবলীগের সভাপতি নবীর হোসেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, ১৭/ডি আজাদ সেন্টার, ৫৫ পুরানা পল্টন, ঢাকা ১০০০।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status