হরতাল, অবরোধের বিরুদ্ধে লালমনিরহাটে শান্তি সমাবেশ ও র্যালী
লালমনিরহাট প্রতিনিধি
|
![]() হরতাল, অবরোধের বিরুদ্ধে লালমনিরহাটে শান্তি সমাবেশ ও র্যালী বুধবার (৮ নভেম্বর) বিকেলে লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলা আওয়ামী কার্যালয়ে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে সিরাজুল হকের স্বাগত বক্তব্যের মাধ্যমে হাজার হাজার মোটরসাইকেল নিয়ে শান্তি র্যালী হয়। মোটরসাইকেল র্যালীটি লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভেলাবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে এসে শেষ হয়। পরে সেখানে যুবলীগের আয়োজনে শান্তি ও উন্নয়ন সমাবেশের আয়োজন করা হয়। ভেলাবাড়ি ইউনিয়ন যুবলীগের সভাপতি রিপন সরকারের সভাপতিত্বে শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজুল হক। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাদাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কৃষ্ণ কান্ত রায় বিদুর, কমলাাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদ ওমর চিশতী, নিষ্ট পলিটেকনিক এর ইন্সট্রাক্টর ইঞ্জিঃ মোঃ আবু তালেব সরকার ও আদিতমারী উপজেলা যুবলীগের সভাপতি নবীর হোসেন।
|
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |