ডাকলে সাড়া দিচ্ছেন কুমার বিশ্বজিতের ছেলে
নতুন সময় ডেস্ক
|
![]() ডাকলে সাড়া দিচ্ছেন কুমার বিশ্বজিতের ছেলে ছেলের দুর্ঘটনার কথা শুনে সেদিনই কানাডায় ছুটে গিয়েছিলেন কুমার বিশ্বজিৎ। তারপর থেকেই ঢাকা-টরেন্টোয় আসা-যাওয়ার মধ্যে আছেন তিনি। গণমাধ্যমে এই গায়ক জানালেন, নিবিড় এখন আগের চেয়ে সুস্থ। ডাকলে এখন সাড়া দেন। কথা বলার চেষ্টাও করেন। কুমার বিশ্বজিৎ বলেন, ‘আমি এখন ঢাকায়, শুক্রবার এসেছি। আগামী শুক্রবার রাতে আবার কানাডা ফিরে যাব। সবার আশীর্বাদে নিবিড় এখন সুস্থ হওয়ার পথে। আমি এবং ওর মা গত ৯টা মাস নির্ঘুম রাত কাটিয়েছি। আমাদের কান্না সৃষ্টিকর্তা শুনেছেন। আমাদের নিবিড়কে ফিরিয়ে দিচ্ছেন। নিবিড়ের জন্য যারা দোয়া ও আশীর্বাদ করেছেন তাদের সবার কাছে কৃতজ্ঞ।’ এদিকে, স্থানীয় পুলিশ সেসময় জানিয়েছিল, দুর্ঘটনাকবলিত গাড়িটি চালাচ্ছিলেন নিবিড় কুমার। বাকিরা ছিলেন সহযাত্রী। দুর্ঘটনায় তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। তৃতীয়জন হাসপাতালে নেওয়ার পর মারা যান। তারা সবাই প্রবাসী শিক্ষার্থী হিসেবে কানাডায় পড়াশোনা করছিলেন।
|
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |