ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
সদস্য হোন |  আমাদের জানুন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২ ডিসেম্বর ২০২৩ ১৭ অগ্রহায়ণ ১৪৩০
ডাকলে সাড়া দিচ্ছেন কুমার বিশ্বজিতের ছেলে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 8 November, 2023, 2:02 AM

ডাকলে সাড়া দিচ্ছেন কুমার বিশ্বজিতের ছেলে

ডাকলে সাড়া দিচ্ছেন কুমার বিশ্বজিতের ছেলে

চলতি বছর ফেব্রুয়ারিতে কানাডার টরেন্টোতে ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়েছিলেন সংগীতশিল্পী কুমার বিশ্বজিতের ছেলে নিবিড় কুমার। এরপর থেকেই সেখানকার সেন্ট মাইকেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি। টরেন্টোর ৪২৭ সাউথবাউন্ড হাইওয়ে ডানডাস এক্সিটে এ দুর্ঘটনায় নিবিড় কোনোভাবে বাঁচতে পারলেও মারা যান তিন বাংলাদেশি শিক্ষার্থী- আরিয়ান আলম দীপ্ত, শাহরিয়ার খান ও অ্যাঞ্জেলা বারৈ।

ছেলের দুর্ঘটনার কথা শুনে সেদিনই কানাডায় ছুটে গিয়েছিলেন কুমার বিশ্বজিৎ। তারপর থেকেই ঢাকা-টরেন্টোয় আসা-যাওয়ার মধ্যে আছেন তিনি। গণমাধ্যমে এই গায়ক জানালেন, নিবিড় এখন আগের চেয়ে সুস্থ। ডাকলে এখন সাড়া দেন। কথা বলার চেষ্টাও করেন।

কুমার বিশ্বজিৎ বলেন, ‘আমি এখন ঢাকায়, শুক্রবার এসেছি। আগামী শুক্রবার রাতে আবার কানাডা ফিরে যাব। সবার আশীর্বাদে নিবিড় এখন সুস্থ হওয়ার পথে। আমি এবং ওর মা গত ৯টা মাস নির্ঘুম রাত কাটিয়েছি। আমাদের কান্না সৃষ্টিকর্তা শুনেছেন। আমাদের নিবিড়কে ফিরিয়ে দিচ্ছেন। নিবিড়ের জন্য যারা দোয়া ও আশীর্বাদ করেছেন তাদের সবার কাছে কৃতজ্ঞ।’

এদিকে, স্থানীয় পুলিশ সেসময় জানিয়েছিল, দুর্ঘটনাকবলিত গাড়িটি চালাচ্ছিলেন নিবিড় কুমার। বাকিরা ছিলেন সহযাত্রী। দুর্ঘটনায় তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। তৃতীয়জন হাসপাতালে নেওয়ার পর মারা যান। তারা সবাই প্রবাসী শিক্ষার্থী হিসেবে কানাডায় পড়াশোনা করছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, ১৭/ডি আজাদ সেন্টার, ৫৫ পুরানা পল্টন, ঢাকা ১০০০।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status