ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৩ নভেম্বর ২০২৪ ১৮ কার্তিক ১৪৩১
আইএবি বিল্ড এক্সপোতে এশিয়ান পেইন্টস'র বর্ণিল আয়োজন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 7 November, 2023, 8:38 PM

আইএবি বিল্ড এক্সপোতে এশিয়ান পেইন্টস'র বর্ণিল আয়োজন

আইএবি বিল্ড এক্সপোতে এশিয়ান পেইন্টস'র বর্ণিল আয়োজন

দেশের অন্যতম মর্যাদাপূর্ণ নির্মাণ বিষয়ক প্রদর্শনী ‘আইএবি বিল্ড এক্সপো ২০২৩’-এ যোগ দিয়েছে শীর্ষ পেইন্ট প্রস্তুতকারক প্রতিষ্ঠান এশিয়ান পেইন্টস বাংলাদেশ লিমিটেড। 

চলতি বছরের ৭ নভেম্বর রাজধানীর বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টার-এ শুরু হয়েছে চারদিনব্যাপী এই এক্সপো, যা চলবে আগামী ১০ নভেম্বর পর্যন্ত। মনোমুগ্ধকর এই প্রদর্শনীতে নির্মাণখাত সংশ্লিষ্ট পেশাদার ও গ্রাহকরা অংশ নিচ্ছেন।

মঙ্গলবার (৭ নভেম্বর) প্রধান অতিথি হিসেবে মাননীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী, মোঃ শরীফ আহমেদ উপস্থিত থেকে আইএবি বিল্ড এক্সপো উদ্বোধন করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন- এশিয়ান পেইন্টস বাংলাদেশ লিমিটেড-এর ‘হেড অব মার্কেটিং অ্যান্ড নিউ ক্যাটাগরিজ’নাজমুল হুদা নাইমসহ প্রতিষ্ঠানটির অন্যান্য কর্মকর্তারা।

এ বছর এশিয়ান পেইন্টস বাংলাদেশ লিমিটেড এক্সপো এর ‘প্লাটিনাম লাউঞ্জ এল৮’ স্পন্সর করেছে। সেইসঙ্গে কোম্পানিটি অভিনব স্টলে গ্রাহকদের জন্য এশিয়ান পেইন্টস এর বিভিন্ন পণ্য ও সেবা তুলে ধরেছে। পাশাপাশি প্রতিষ্ঠানটি গুরুত্ব দিচ্ছে তাদের স্পেশালাইজ ওয়াটারপ্রুফিং ও কনস্ট্রাকশন কেমিক্যালের স্মার্ট সমাধানের ওপর।
এ প্রসঙ্গে এশিয়ান পেইন্টস গ্লোবাল সিইও প্রজ্ঞান কুমার বলেন, “আবারো আইএবি বিল্ড এক্সপো’তে যুক্ত হতে পেরে আমরা আনন্দিত। গ্রাহকদের চাহিদা ও আগ্রহ বুঝতে এ ধরনের এক্সপো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেইসঙ্গে নির্মাণখাতের সৃষ্টিশীল পেশাদারদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময়েরও সুযোগ তৈরি হয় প্রদর্শনীগুলোতে। আইএবি বিল্ড এক্সপো স্বকীয়ভাবে এ দেশের অবকাঠামো ও নির্মাণ উপকরণ খাতকে তুলে ধরেছে বলে আমি বিশ্বাস করি।” 
  
এর আগে, গত বছর প্রথমবারের মতো আইএবি বিল্ড এক্সপো’তে অংশ নেয় এশিয়ান পেইন্টস বাংলাদেশ লিমিটেড। 

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status