ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
সদস্য হোন |  আমাদের জানুন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২ ডিসেম্বর ২০২৩ ১৭ অগ্রহায়ণ ১৪৩০
৪৮-এও অটুট গ্ল্যামার! শাড়ি-ব্লাউজ খুলে সোশ্যাল মিডিয়ায় আগুন ধরালেন রচনা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 1 October, 2023, 2:26 AM

৪৮-এও অটুট গ্ল্যামার! শাড়ি-ব্লাউজ খুলে সোশ্যাল মিডিয়ায় আগুন ধরালেন রচনা

৪৮-এও অটুট গ্ল্যামার! শাড়ি-ব্লাউজ খুলে সোশ্যাল মিডিয়ায় আগুন ধরালেন রচনা

টলিউড (Tollywood) ছেড়ে বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রিতে এখন চুটিয়ে রাজত্ব করছেন রচনা ব্যানার্জী (Rachana Banerjee)। বছরের প্রায় প্রত্যেকটা দিন তার জি বাংলা (Zee Bangla) দিদি নাম্বার ওয়ান (Didi Number One) এর শুটিং ফ্লোরেই কাটে। তবে তারই মধ্যে সময় সুযোগ বের করে নিয়ে তিনি বেরিয়ে পড়েন তার গার্লস গ্যাংয়ের সঙ্গে। এই যেমন সদ্য তিনি বেরিয়ে পড়লেন ভ্রমণে।

৪৮-এও অটুট গ্ল্যামার! শাড়ি-ব্লাউজ খুলে সোশ্যাল মিডিয়ায় আগুন ধরালেন রচনা

৪৮-এও অটুট গ্ল্যামার! শাড়ি-ব্লাউজ খুলে সোশ্যাল মিডিয়ায় আগুন ধরালেন রচনা

রচনার একটি ছোট্ট বন্ধুদের গ্রুপ রয়েছে। তাদের সঙ্গেই কখনো দার্জিলিং কখনো বা দিঘায় ঘুরতে যান অভিনেত্রী। আবার হাতে একটা বড় ছুটি পেলে বন্ধুদের নিয়ে বিদেশ ভ্রমণেও বেরিয়ে পড়েন অভিনেত্রী। এইবার যেমন তারা বেছে নিয়েছেন নতুন ট্রিপ। ঘুরতে গিয়েই চিরাচরিত শাড়ি-ব্লাউজ খুলে আধুনিক পোশাকে উষ্ণতা ছড়ালেন রচনা।

৪৮-এও অটুট গ্ল্যামার! শাড়ি-ব্লাউজ খুলে সোশ্যাল মিডিয়ায় আগুন ধরালেন রচনা

৪৮-এও অটুট গ্ল্যামার! শাড়ি-ব্লাউজ খুলে সোশ্যাল মিডিয়ায় আগুন ধরালেন রচনা

সোশ্যাল মিডিয়াতে এই ঘুরতে যাওয়ার সংক্রান্ত ছোট্ট একটি রিল ভিডিও শেয়ার করেন রচনা। এই ভিডিওতে তাকে শাড়ি-ব্লাউজ ছেড়ে ওয়েস্টার্ন পোশাকে দেখা যাচ্ছে। দিদি নাম্বার ওয়ানের মঞ্চে রচনাকে বরাবর শাড়িতেই দেখেন দর্শকরা। তবে চেনা গণ্ডির বাইরে রচনাকে ওয়েস্টার্ন পোশাকেও কিন্তু দারুণ মানায়।

৪৮-এও অটুট গ্ল্যামার! শাড়ি-ব্লাউজ খুলে সোশ্যাল মিডিয়ায় আগুন ধরালেন রচনা

৪৮-এও অটুট গ্ল্যামার! শাড়ি-ব্লাউজ খুলে সোশ্যাল মিডিয়ায় আগুন ধরালেন রচনা

ভিডিও মারফতে যে ছবিগুলো শেয়ার করেছেন রচনা তাতে কখনো তাকে জিন্স টপ, কখনো বা লং স্কার্ট পরে থাকতে দেখা যাচ্ছে। এই ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, “বন্ধুদের সঙ্গে ভ্যাকেশন শুরু”। তবে তারা কোথায় গিয়েছেন সেটা উল্লেখ করেননি রচনা। দিন কয়েক আগেই ইউরোপ ভ্রমণে গিয়েছিলেন তিনি। তখনও তিনি ছবি শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়াতে।

৪৮-এও অটুট গ্ল্যামার! শাড়ি-ব্লাউজ খুলে সোশ্যাল মিডিয়ায় আগুন ধরালেন রচনা

৪৮-এও অটুট গ্ল্যামার! শাড়ি-ব্লাউজ খুলে সোশ্যাল মিডিয়ায় আগুন ধরালেন রচনা

রচনাকে এমন ভ্যাকেশন মুডে দেখে ভক্তদেরও মনটা বেশ খুশি হয়ে গিয়েছে। তবে তাকে এমন ওয়েস্টার্ন লুকে দেখে সব থেকে বেশি চর্চা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়াতে। সকলেই এক বাক্যে রচনার ড্রেসিং সেন্সের প্রশংসা করছেন। ওয়েস্টার্ন পোশাকে রীতিমতো আগুন ধরাচ্ছেন বাংলার দিদি নাম্বার ওয়ান। কমেন্ট বক্সে প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন ভক্তরা।

৪৮-এও অটুট গ্ল্যামার! শাড়ি-ব্লাউজ খুলে সোশ্যাল মিডিয়ায় আগুন ধরালেন রচনা

৪৮-এও অটুট গ্ল্যামার! শাড়ি-ব্লাউজ খুলে সোশ্যাল মিডিয়ায় আগুন ধরালেন রচনা

এদিকে দিদি তো গেলেন ঘুরতে। তাহলে দিদি নাম্বার ওয়ানের কি হবে? চিন্তা নেই দর্শকদের। রচনা যেখানেই ঘুরতে যান না কেন যাওয়ার আগে তিনি নিজের কাজটা ঠিকই করে যান। আপাতত দিদি নাম্বার ওয়ানের ব্যাকআপ এপিসোড সম্প্রচারিত হবে। তারপর রচনা ফিরে এসে আবার ধরবেন শুটিংয়ের হাল।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, ১৭/ডি আজাদ সেন্টার, ৫৫ পুরানা পল্টন, ঢাকা ১০০০।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status