ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
সদস্য হোন |  আমাদের জানুন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২ ডিসেম্বর ২০২৩ ১৭ অগ্রহায়ণ ১৪৩০
কেন তরবারি হাতে নাচলেন রোনালদো-মানে?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 23 September, 2023, 10:02 AM

কেন তরবারি হাতে নাচলেন রোনালদো-মানে?

কেন তরবারি হাতে নাচলেন রোনালদো-মানে?

পরনে সাদা জুব্বা, তার ওপর সৌদি আরবের ঐতিহ্যবাহী গাউন, মাথায় আবার লাল রঙের নকশাখচিত কেফিয়েহ বা পাগড়ি, আরবী গানে তাল মিলিয়ে নাচছেন তরবারি উঁচিয়ে। ক্রিস্টিয়ানো রোনালদো ও সাদিও মানেদের এমনই একটি ভিডিও প্রকাশ করেছে প্রো লীগের দল আল নাসর এফসি। দুই সুপারস্টারের এমন করার কারণ কী? মূলত সৌদি আরবের জাতীয় দিবস উদযাপনেই রোনালদো ও মানের এমন সাজ-সজ্জা।

প্রত্যেক বছরের ২৩শে সেপ্টেম্বর নিজেদের জাতীয় দিবস পালন করে সৌদি আরব। অর্থাৎ, মধ্যপ্রাচ্যের বিশেষ এই দিনটি আগামীকাল। এই মাহেন্দ্রক্ষণ উদযাপনে একদিন আগেই সকল খেলোয়াড় এবং স্টাফদের নিয়ে সৌদি আরবের সংস্কৃতি চর্চার একটি ভিডিও প্রকাশ করে আল নাসর এফসি। সোশ্যাল মিডিয়ায় পোস্টকৃত সেই ভিডিওর শিরোনামে ক্লাবটি লিখেছে, ‘একই পতাকার জন্য আমরা ঐক্যবদ্ধ। আমরা স্বপ্ন দেখি এবং তা অর্জন করি।’ 

দুই মিনিট ৩৫ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায়, সাদা থোব বা জুব্বা পরনে তিন শিশু সবার চোখ ফাঁকি দিয়ে আল নাসর এফসির ভবনে ঢুকে যায়। ক্লাবের ভেতরে ঢুকে শিশুরা দেখতে পায়, ব্রাজিলিয়ান মিডফিল্ডার তালিস্কা ফিতা টেনে একজনের জুব্বার মাপ নিচ্ছেন। এরপর শিশুরা দেখতে পায়, কেউ সেলুনে চুল কাটিয়ে প্রস্তুত হচ্ছেন। আবার কেউ আরবের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র প্রস্তুত করছেন।

সবশেষে আল নাসরের সবাই একসঙ্গে জড়ো হয়ে আরবী গানের সুরে তাল মিলিয়ে বিশেষ ভঙ্গিমায় নাচতে থাকেন। শেষে রোনালদো-মানেদের সঙ্গে সেই নাচে যোগ দেন সেই তিন শিশুও।

ভিডিওতে দেখা যায়, সাদা রঙের থোব বা জুব্বার ওপর কালো বিস্ট বা গাউন পরনে রোনালদো কখনো হাসছেন, কখনো বা তরবারি উঁচিয়ে নাচছেন। সাদিও মানের পরনে ছিল সোনালী ও সাদা রঙের মিশেলে তৈরি বিস্ট। 

বছরের শুরুতে সৌদি আরবের ক্লাব আল নাসর এফসিতে যোগ দেন ক্রিস্টিয়ানো রোনালদো। গত ফেব্রুয়ারিতে সৌদি আরবের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে আল নাসর। তখনও জুব্বা, তরবারি নিয়ে ট্রাডিশনাল সেলিব্রেশনে মেতেছিলেন রোনালদো। তবে সম্প্রতি আল নাসরে যোগ দেয়া সাদিও মানে প্রথমবারের মতো সৌদি আরবের সংস্কৃতির চর্চা করলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, ১৭/ডি আজাদ সেন্টার, ৫৫ পুরানা পল্টন, ঢাকা ১০০০।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status