ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
সদস্য হোন |  আমাদের জানুন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৩ সেপ্টেম্বর ২০২৩ ৮ আশ্বিন ১৪৩০
নীলফামারীর ডিমলায় টিআর-নগদ অর্থ প্রকল্পের চেক ও নলকূপ বিতরণ
জসিম উদ্দিন নাগর, নীলফামারী
প্রকাশ: Tuesday, 19 September, 2023, 11:07 PM

নীলফামারীর  ডিমলায় টিআর-নগদ অর্থ প্রকল্পের চেক ও নলকূপ বিতরণ

নীলফামারীর ডিমলায় টিআর-নগদ অর্থ প্রকল্পের চেক ও নলকূপ বিতরণ

নীলফামারীর ডিমলায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে ২০২৩-২৪ অর্থ বছরের গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর নগদ-অর্থ) কর্মসূচির দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় নির্বাচনী এলাকা ভিত্তিক ১ম পর্যায় ডিমলা উপজেলায় ১১০ টি টিআর প্রকল্পের বরাদ্দ ৫৭ লাখ ৪১ হাজার ৬ শত ৬৫ টাকা ও ২৯ টি কাবিটা প্রকল্পের বিভাজনকৃত ৬৭ লক্ষ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। 

মঙ্গলবার  (১৯-নভেম্বর) দুপুরে উক্ত প্রকল্পের চেক বিতরণ কার্যক্রমে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর-ই-আলম সিদ্দিকী'র সভাপতিত্বে প্রকল্পের সভাপতির হাতে চেক তুলে দেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব  আফতাব উদ্দিন সরকার এমপি। 

চেক হস্তান্তরের পূর্বে সংক্ষিপ্ত এক আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমান। 

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্র নাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা সিদ্দীকা, উপজেলা প্রকৌশলী শফিউল ইসলাম, ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) লাইছুর রহমান।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বালাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান জহুরুল ইসলাম ভূঁইয়া, গয়াবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমজাদ হোসেন সরকারসহ সূধীজন।

অপরদিকে একই দিনে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের আয়োজনে  উপজেলা পরিষদ চত্ত্বরে সমগ্রদেশে নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের আওতায় ২০২৩-২৪ অর্থবছরে উপজেলার দশটি ইউনিয়নের বরাদ্দকৃত ২৬০ পরিবারের মধ্যে প্রথম দিনে ১৩০ টি নলকূপ বিতরণ করা হয়েছে। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, ১৭/ডি আজাদ সেন্টার, ৫৫ পুরানা পল্টন, ঢাকা ১০০০।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status