এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বাস চলছে, উৎসুক মানুষের ভিড়
নতুন সময় ডেস্ক
|
আজ থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চলছে। শুরুথেকেই প্রাইভেটকার ব্যতিত গণপরিবহনগুলো ব্যবহারে খুব একটা সাড়া দেয়নি। এরপর বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিসি) এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বাস চলাচলের সিদ্ধান্ত নেয়। প্রথম দফার উড়ালসড়ক দিয়ে আটটি বাস চলাচল করছে রাষ্ট্রীয় পরিবহন সংস্থাটির। সাধারণ মানুষ চলাচল করতে পারছে এসব বাসে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে বিআরটিসির বাস চলাচল কার্যক্রম সোমবার (১৮ সেপ্টেম্বর) উদ্বোধন হলো আজ। প্রথম দফায় উড়ালসড়ক হয়ে একটি রুটেই নিয়মিত বাস চলছে। খেজুরবাগান থেকে বিজয় সরণি হয়ে বিমানবন্দরের কাওলায় নেমে বাস যাবে উত্তরা জসিমউদ্দিন পর্যন্ত। এই ১১ দশমিক ৪ কিলোমিটার রুটে ৩৫ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। প্রথমদিন অনেকে শখের বসে বাসে চড়েছেন। বাসযাত্রী সারওয়ার হোসেন বলেন, ৪০ টাকা দিয়ে টিকিট কেটে খেজুর বাগান হয়ে জসিম উদ্দিন থেকে পুনরায় খেজুর বাগান ফিরে আসবেন তিনি। ইন্দিরা রোডের এক বাসিন্দা বলেন, এলিভেটেড এক্সপ্রেসওয়ে গণ মানুষের হয়েছে। আমরা আমজনতা চড়তে পারছি। তেজগাঁও কলেজের শিক্ষার্থী আরিফুল ইসলাম বলেন, এলিভেটেড এক্সপ্রেসওয়ে চড়ার শখ আগে থেকে। কিন্তু আমার তো প্রাইভেটকার নাই। যে কারণে উঠতে পারি নাই। আজকে বিআরটিসি বাস চলাচল শুরু করেছে তাই সুযোগ কাজে লাগাইলাম। কেউ কেউ আবার জটলা এড়িয়ে নিরাপদ চলাচলের জন্য বেছে নিচ্ছেন উড়ালপথ। খেজুর বাগান থেকে বিমানবন্দর ৩৫ টাকা, খেজুর বাগান থেকে জসিম উদ্দিন ৪০ টাকা, বিমানবন্দর থেকে জসিম উদ্দিন ১০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। টিকিট কাউন্টারের মাস্টার স্বয়ন কবির বলেন, খেজুর বাগান থেকে সরাসরি বাস বিমানবন্দরে থামবে। ১৫ মিনিট পর পর বাস ছাড়বে। আজকে লোকজনের ভিড় বেশি। বিআরটিসির পরিচালক(প্রশাসন) এস এম কামরুজ্জামান বলেন, সোমবার থেকে প্রাথমিকভাবে ৮টা ডাবল ডেকার বাস এলিভেটেড এক্সপ্রেসওয়েতে পরিচালনা করা হচ্ছে। সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত বাস চলাচল করবে। যাত্রী সংখ্যা বাড়লে বাসের সংখ্যাও বাড়বে।
|
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |