আগামী ১৭-১৮ সেপ্টেম্বর ‘ড্যাফোডিল এডুকেশন এক্সপো-২০২৩’
নতুন সময় প্রতিবেদক
|
‘শিক্ষা দক্ষতা এবং চাকরি’ এ প্রতিপাদ্য নিয়ে দেশের শীর্ষস্থানীয় শিক্ষা পরিবার ড্যাফোডিল এডুকেশন নেটওয়ার্কের উদ্যোগে আগামী ১৭-১৮ সেপ্টেম্বর ২০২৩ রাজধানীর ধানমন্ডিতে ড্যাফোডিল প্লাজায় অনুষ্ঠিত হতে যাচ্ছে “ড্যাফোডিল এুকেশন এক্সপো ২০২৩”। ড্যাফোডিল পরিবারের ২৯ টি শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে প্লে গ্রুপ থেকে পোস্ট গ্র্যাজুয়েট পর্যন্ত এক ছাদের নীচে শিক্ষার সার্বিক সুযোগ-সুবিধার পসরা নিয়ে আয়োজন করা হচ্ছে এ এুকেশন এক্সপো। দেশের অন্যতম টপ র্যাাংক্ড প্রাইভেট বিশ্ববিদ্যালয় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, জাতীয় বিশ্ববিদ্যালয় এর অধীনে ৭ টি সেরা প্রতিষ্ঠান, কারিগরি শিক্ষাবোর্ড এর অধীনে ৫ টি পলিটেকনিক, আন্তর্জাতিক মানের কলেজ, জাতীয় ও আন্তর্জাতিক কারিকুলামে দেশের সর্ববৃহৎ স্কুল, ২৫০+ প্রফেশনাল ও স্কিল ডেভেলপমেন্ট কোর্স এবং স্কলারশীপ সহ বিদেশে উচ্চশিক্ষার সুযোগ নিয়ে দেশের শীর্ষস্থানীয় শিক্ষা কংগ্লোমারেট ড্যাফোডিল এডুকেশন নেটওয়ার্ক এ শিক্ষা মেলার আয়োজন করছে। দুদিন ব্যাপী এ শিক্ষা মেলায় আরো থাকবে শিক্ষার বিভিন্ন পর্যায়ে ভর্তির সুযোগ-সুবিধা সম্বলিত তথ্যসহ শিক্ষা বিষয়ক প্রদর্শনী, ওয়ার্কশপ ও সেমিনার, একাডেমিক কম্পিটিশন ও জব সল্যূশান সুবিধা। আগামী ১৭ সেপ্টেম্বর দুপুর ১২ টায় প্রধান অতিথি হিসাবে এ মেলার উদ্বাধন করবেন ঢাকা -১০ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব সফিউল ইসলাম মহিউদ্দীন, এমপি। মেলা প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। বিস্তারিত জানতে ভিজিট করুন: https://den.daffodil.family
|
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |