বিমানবন্দরের সিন্ডিকেটে জিম্মি দক্ষিণ আফ্রিকা প্রবাসীরা, যাবেন আদালতে
নতুন সময় ডেস্ক
|
![]() বিমানবন্দরের সিন্ডিকেটে জিম্মি দক্ষিণ আফ্রিকা প্রবাসীরা, যাবেন আদালতে যারা নতুন বৈধভাবে যেতে চান তাদেরকেও নানাভাবে অসৌজন্যমূলক আচরণ করা হয়। অনেকের যাত্রাও বাতিল করতে হয়। তিনি আরও বলেন, এই সিন্ডিকেটের লোকজন ইমিগ্রেশনের বাইরে থাকেন। তাদের কাছে বিভিন্ন অঙ্কের অর্থ নেয়া হয়। এই অর্থ না দিলে হয়রানির মুখে পড়তে হয়। যার কাছে যেমন অর্থ নিতে পারে তারা। অনেকের কাছে ৪০ থেকে ৫০ হাজার টাকাও নেয়। তিনি দক্ষিণ আফ্রিকা যুবলীগের এডভাইজারের দায়িত্বও পালন করছেন। সবশেষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষিণ আফ্রিকা সফরের সময়ে এই হয়রানি বন্ধের দাবি জানান প্রবাসীরা। চয়ন বলেন, প্রধানমন্ত্রী ইতিবাচক কথা বলেছেন। আমরা চাই স্থায়ী সমাধান। আমরা বাংলাদেশ রাষ্ট্রদূতের সঙ্গেও কথা বলেছি। এখন আমরা এই হয়রানি স্থায়ীভাবে বন্ধে আদালতে শিগগিরই রিট করতে যাচ্ছি। |
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |