বিশ্ববিখ্যাত ডেলয়েট কোম্পানিতে চাকরি পেলেন সৌরভকন্যা সানা, বেতন কত জানেন?
নতুন সময় ডেস্ক
|
![]() বিশ্ববিখ্যাত ডেলয়েট কোম্পানিতে চাকরি পেলেন সৌরভকন্যা সানা, বেতন কত জানেন? সৌরভ জানালেন, সানার এমএসসিটা লন্ডনের ভালো কোনও ইউনিভার্সিটি থেকে করানোর চেষ্টা হচ্ছে। সানা যখন লন্ডন কলেজ অব ইউনিভার্সিটিতে পড়তেন তখনই তিনি পিডব্লিউসিতে ইন্টার্ন করতেন। সেই সময় তিনি বেতন পেতেন ভারতীয় মুদ্রায় আড়াই লাখ রুপি। সম্প্রতি লন্ডন কলেজ অব ইউনিভার্সিটিতে ক্যাম্পাস ইন্টারভিউ করেছে বিশ্ববিখ্যাত বাণিজ্য পরামর্শদাতা সংস্থা ডেলয়েট। সানার মেধা তাদের চমৎকৃত করেছে। সৌরভ কন্যাকে তারা ট্রেইনি হিসেবে নিযুক্ত করেছে। মাসের বেতন প্রায় তিন লাখ ২৫ হাজার রুপি। পাশাপাশি পড়াশোনা চালিয়ে যাওয়ার অনুমতি রয়েছে। সৌরভ জানাচ্ছেন, সানা নিজের মেধাতেই এই চাকরি পেয়েছে। বিশ্ববিখ্যাত বাবার কোনও হাত নেই এতে।
|
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |