মুশফিকের সঙ্গে ঢাকায় ফিরে এলেন সাকিবও
নতুন সময় ডেস্ক
|
![]() মুশফিকের সঙ্গে ঢাকায় ফিরে এলেন সাকিবও সাকিব, মুশফিক দুজনই অবশ্য ভারত ম্যাচের আগে আবার কলম্বোয় দলের সঙ্গে যোগ দেবেন। প্রেমাদাসা স্টেডিয়ামে ১৫ সেপ্টেম্বর সুপার ফোরের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ-ভারত। সাকিব, মুশফিকের কলম্বোয় ফেরার কথা ১৩ সেপ্টেম্বর। এদিকে, ভারত ম্যাচের আগে তিন দিনের ছুটি ঘোষণা করেছেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে। এই তিন দিন দল মাঠে কোনো অনুশীলন করবে না। জিম-সুইমিং করেই পার করবেন টাইগাররা। যাদের চোট আছে, প্রয়োজনীয় চিকিৎসা ও পুনর্বাসনের কাজ করবেন তারা।
|
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |