ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
সদস্য হোন |  আমাদের জানুন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৩ সেপ্টেম্বর ২০২৩ ৮ আশ্বিন ১৪৩০
অভিমান ভেঙেছে খুরশীদ আলমের, ড. ইউনূসের বিপক্ষে লড়বেন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 5 September, 2023, 11:59 AM

অভিমান ভেঙেছে খুরশীদ আলমের, ড. ইউনূসের বিপক্ষে লড়বেন

অভিমান ভেঙেছে খুরশীদ আলমের, ড. ইউনূসের বিপক্ষে লড়বেন

অবশেষে ড. মুহাম্মদ ইউনূসের শ্রম আইন লঙ্ঘনের মামলায় কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের প্রধান এবং একমাত্র জ্যেষ্ঠ আইনজীবী হিসাবে খুরশীদ আলম খানের নাম ঘোষণা করা হয়েছে। এ কারণে অভিমান ভেঙে মঙ্গলবার ড. ইউনূসের বিপক্ষে আইনি লড়াই করতে শ্রম আদালতে যাবেন এ আইনজীবী।

খুরশীদ আলম খান এ তথ্য নিশ্চিত করে বলেন, সোমবার রাতে আমার পল্টনের চেম্বারে এসেছিলেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সেখানে দীর্ঘক্ষণ বৈঠক হয়। এরপর আমি সিদ্ধান্ত নিই আগে যেভাবে মামলা পরিচালনা করেছি, সেভাবেই পরিচালনা করব। মঙ্গলবার শ্রম আদালতে যাব।

এদিকে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তর সূত্র জানায়, বৈঠকে কর্মকর্তারা খুরশীদ আলমকে বলেন, আপনি আমাদের প্রধান ও একমাত্র আইনজীবী। মামলাটি পরিচালনার জন্য মঙ্গলবার আপনি কোর্টে যাবেন, এটাই আমাদের অনুরোধ। কর্মকর্তারা বলেন, আপনার সব বক্তব্য আমরা শুনেছি। যেহেতু বিষয়টি অফিসিয়াল প্রসিডিউরের মাধ্যমে হয়, সেজন্য সময় লাগতে পারে।

অধিদপ্তরের কর্মকর্তারা আইনজীবীকে বলেন, এখানে ভুল বোঝাবুঝির অবকাশ নেই। পরে আইনজীবী খুরশীদ আলম খান জানান, আগামীকাল শ্রম আদালতে ইউনূসের মামলায় শুনানি করতে যাবেন তিনি।

এর আগে সোমবার সকালে এ আইনজীবী সাংবাদিকদের জানান, ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের মামলায় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের পক্ষে আইনি লড়াই থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর নতুন করে প্রসিকিউটর অ্যাডভোকেট সৈয়দ হায়দার আলীকে আইনজীবী হিসাবে নিয়োগ দেওয়ায় তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।

আইনজীবী খুরশীদ আলম খান বলেন, শুরু থেকে মামলাটি আমি করে আসছি। শুধু শ্রম আদালত নয়, আপিল ও হাইকোর্ট বিভাগে আমি সরকারি প্রতিষ্ঠানের পক্ষে মামলাটি করে এ পর্যায়ে নিয়ে এসেছি। এখন আমি মামলাটি একাই করতে চাই। তবে ক্লায়েন্টকে বলেছি, আমাকে না হয় ওনাকে, যে কোনো একজনকে রাখবেন। দুজনকে রাখলে আমি থাকব না।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, ১৭/ডি আজাদ সেন্টার, ৫৫ পুরানা পল্টন, ঢাকা ১০০০।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status