লাকসামে স্বেচ্ছাসেবক লীগের সদস্য সংগ্রহ উদ্বোধন
লাকসাম ( কুমিল্লা) প্রতিনিধি.
|
কুমিল্লার লাকসামে রবিবার বিকেলে পৌর অডিটরিয়াম হল রুমে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ লাকসাম উপজেলার উদ্যোগে সদস্য সংগ্রহ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। লাকসাম উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নিজাম উদ্দীন শামীমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়াল মোবাইল কনফারেন্সে প্রধান অতিথি বক্তব্য রাখেন গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি। সদস্য সংগ্রহ অনুষ্ঠানে প্রধান উদ্বোধক ছিলেন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কেন্ত্রীয় কমিটির সহ-সভাপতি সুব্রত পুরকায়স্থ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সদস্য টিপু সুলতান, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগের সভাপতি সাইফ উদ্দীন পাপ্পু, সাধারণ সম্পাদক মহসিন রহমান, লাকসাম পৌরসভা আওয়ামীলীগের সভাপতি তাবারক উল্ল্যাহ কায়েস, লাকসাম উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মহব্বত আলী, সাধারণ সম্পাদক এডভোকেট রফিকুল ইষলাম হিরা, লাকসাম উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক অধ্যাপক আবুল খায়ের প্রমুখ।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লাকসাম উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর আলম। অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি বাবু শম্ভু সাহা, যুগ্ন সাধারণ সম্পাদক কাউন্সিলর মুনছুর আহমেদ মুন্সি, জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম টুটুল সহ লাকসাম উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সবকটি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ডে আনুষ্ঠানিক ভাবে কেন্দ্রীয় নেতৃবৃন্দ সদস্য সংগ্রহ ফরম বিতরণ করেন।
|
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |