ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
সদস্য হোন |  আমাদের জানুন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৩ সেপ্টেম্বর ২০২৩ ৮ আশ্বিন ১৪৩০
বিএনপির প্রীতি ফুটবল ম্যাচে মিরপুর একাদশ চ্যাম্পিয়ন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 4 September, 2023, 1:54 AM

বিএনপির প্রীতি ফুটবল ম্যাচে মিরপুর একাদশ চ্যাম্পিয়ন

বিএনপির প্রীতি ফুটবল ম্যাচে মিরপুর একাদশ চ্যাম্পিয়ন

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে রাজধানীর খিলক্ষেত নামাপাড়ার মালেক মাতাব্বর রোড কনকর্ড লেকসিটি-সংলগ্ন মাঠে এ খেলা হয়। বিএনপি সমর্থক সাবেক খেলোয়াড়দের সংগঠন জাতীয়তাবাদী ক্রীড়া দলের উদ্যোগে এ খেলায় জাতীয় ফুটবল দলের সাবেক অনেক ফুটবলার অংশ নেন। 

টুর্নামেন্টে ঢাকা, নরসিংদী জেলা, খুলনা বিভাগ ও মিরপুর সোনালি অতীত নামের চারটি দল অংশ নেয়। বিকাল সাড়ে ৩টায় খুলনা বিভাগকে হারিয়ে ফাইনালে খেলে নরসিংদী জেলা। দ্বিতীয় খেলায় ঢাকা জেলাকে হারিয়ে মিরপুর একাদশ জয়ী হয়। ফাইনালে মিরপুর একাদশ চ্যাম্পিয়ন হয়। প্রতিটি ম্যাচে ৩০ মিনিট করে খেলা হয়। 

ঢাকা জেলা দলের নেতৃত্ব দেন বাফুফে নির্বাচিত সহসভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নেতা তাবিথ আউয়াল। মিরপুর সোনালি অতীতের নেতৃত্ব দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। খুলনা দলের নেতৃত্বে ছিলেন বিএনপি ছাত্রবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম বকুল ও জাতীয় দলের সাবেক ফুটবলার জামাল উদ্দিন। নরসিংদী জেলার নেতৃত্বে ছিলেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও সাবেক ফুটবলার ওয়ালিদ। 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন। বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, আবদুস সালামসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা সেখানে উপস্থিত ছিলেন। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, ১৭/ডি আজাদ সেন্টার, ৫৫ পুরানা পল্টন, ঢাকা ১০০০।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status