বিএনপির প্রীতি ফুটবল ম্যাচে মিরপুর একাদশ চ্যাম্পিয়ন
নতুন সময় ডেস্ক
|
![]() বিএনপির প্রীতি ফুটবল ম্যাচে মিরপুর একাদশ চ্যাম্পিয়ন টুর্নামেন্টে ঢাকা, নরসিংদী জেলা, খুলনা বিভাগ ও মিরপুর সোনালি অতীত নামের চারটি দল অংশ নেয়। বিকাল সাড়ে ৩টায় খুলনা বিভাগকে হারিয়ে ফাইনালে খেলে নরসিংদী জেলা। দ্বিতীয় খেলায় ঢাকা জেলাকে হারিয়ে মিরপুর একাদশ জয়ী হয়। ফাইনালে মিরপুর একাদশ চ্যাম্পিয়ন হয়। প্রতিটি ম্যাচে ৩০ মিনিট করে খেলা হয়। ঢাকা জেলা দলের নেতৃত্ব দেন বাফুফে নির্বাচিত সহসভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নেতা তাবিথ আউয়াল। মিরপুর সোনালি অতীতের নেতৃত্ব দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। খুলনা দলের নেতৃত্বে ছিলেন বিএনপি ছাত্রবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম বকুল ও জাতীয় দলের সাবেক ফুটবলার জামাল উদ্দিন। নরসিংদী জেলার নেতৃত্বে ছিলেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও সাবেক ফুটবলার ওয়ালিদ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন। বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, আবদুস সালামসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা সেখানে উপস্থিত ছিলেন।
|
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |