শিরোনাম: |
নতুন সময় প্রতিবেদক
|
![]() গ্রাহকদের জন্য হুয়াওয়ের ঈদ আনন্দ ১১ই জুন, ২০১৮ পর্যন্ত হুয়াওয়ে ঈদ ক্যাম্পেইনের আওতায় বিভিন্ন ক্যাটাগরিতে ৫০ জন সৌভাগ্যবান বিজয়ীর নাম ঘোষণা হয়েছে। ২২ই মে, ২০১৮ থেকে শুরু হওয়া এই কার্যক্রম চলবে চলতি মাসের ১৭ তারিখ পর্যন্ত। “ওয়াই” সিরিজের যে কোনো হুয়াওয়ে স্মার্টফোন কিনে, ৪ জন ভাগ্যবান ক্রেতা জিতেছেন “ফ্লাই টু থাই” অফারের অধীনে থাইল্যান্ড ভ্রমণের সুযোগ। হুয়াওয়ে স্মার্টফোন ও ট্যাব ক্রয়ে, ৩৯ জন সৌভাগ্যবান পাবেন ক্রিকেটে বিশ্বসেরা অল রাউন্ডার সাকিব আল হাসানের সঙ্গে খেলার সুযোগ। এছাড়া, হুয়াওয়ের বিশেষ ঈদ ক্যাম্পেইনে ৬ জন বিজয়ী জিতেছেন ৪৩ ইঞ্চি এলইডি টিভি। হুয়াওয়ে নোভা টু আই কিনে একজন সৌভাগ্যবান পেয়েছেন ১০,০০০ টাকা ইন্সট্যান্ট ক্যাশ ব্যাক। এছাড়াও, হুয়াওয়ে ফেসবুক শপফি প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রতিদিন তিনজন গ্রাহক জিতে নিচ্ছেন বিশেষ ঈদ উপহার। ১৭ই জুন, ২০১৮ পর্যন্ত এই অফার চালু থাকবে। |