ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
সদস্য হোন |  আমাদের জানুন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ চৈত্র ১৪৩০
মাকড়সার কামড়ে ফ্রাইলিংকের জ্বর!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 22 January, 2019, 1:14 PM

মাকড়সার কামড়ে ফ্রাইলিংকের জ্বর!

মাকড়সার কামড়ে ফ্রাইলিংকের জ্বর!

ফর্মের মগডালে আছেন রবি ফ্রাইলিংক। দলের প্রতিটি জয়েই রাখছেন অগ্রণী ভূমিকা। তাকে ঘিরেই যত প্ল্যান-পরিকল্পনা চিটাগং ভাইকিংসের। এ আফ্রিকানকেই তুরুপের তাস বানিয়ে শিরোপা স্বপ্ন দেখছে বন্দরনগরীর দলটি। সেই তিনিই খেলতে পারেননি খুলনা টাইটানসের বিপক্ষে।

ঢাকা ডায়নামাইটসের বিরুদ্ধে খেলবেন কিনা-তা নিয়েও শংকা ছিল। কিন্তু কেন? উত্তর ছিল অজানা। অবশেষে রহস্য উন্মোচন হলো। সঠিক তথ্য বের হয়ে এলো।

বিষাক্ত মাকড়সা কামড় দেয়ায় মাহমুদউল্লাহ বাহিনীর বিপক্ষে মাঠে নামতে পারেননি ফ্রাইলিংক। ম্যাচের আগে ছোট্ট এ কীটের কামড়ে জ্বর চলে আসে তার। ঢাকার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলবেন কিনা তা নিয়েও যথেষ্ট সংশয় ছিল। তবে সব শংকাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শেষ পর্যন্ত খেললেন তিনি। ফিরেই অনন্য অলরাউন্ডিং নৈপুণ্যে ভাইকিংসদের ম্যাচ জেতালেন।

ঢাকার বিপক্ষে ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে ফ্রাইলিংক বলেন, আমাকে বিষাক্ত মাকড়সা কামড় দিয়েছিল। এতে অসুস্থ হয়ে পড়েছিলাম। মন থেকে চাইলেও আগের ম্যাচটি শেষ পর্যন্ত খেলতে পারিনি। হাইভোল্টেজ ম্যাচের আগে ফিট হওয়াটা সৌভাগ্যের ব্যাপার।

সাকিব বাহিনীর বিপক্ষে বল হাতে ১৯ রান খরচায় ২ উইকেট নেন প্রোটিয়া অলরাউন্ডার। ব্যাট হাতে ১০ বলে ৩ ছক্কায় খেলেন হার না মানা ২৫ রানের বিধ্বংসী ইনিংস। তাতেই ম্যাচ জেতে চিটাগং।

ঢাকার মতো তারকাখচিত দলকে ১৪০ রানের মধ্যে আটকে দেয়াকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন ফ্রাইলিংক। দলের বোলারদের কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, দলকে জেতাতে হবে-ব্যাটিংয়ে নামার পর থেকে শুধু এ চিন্তাই ছিল। মাথায় কেবল তাই ঘুরপাক খাচ্ছিল। ওদের ১৪০ রানের মধ্যে আটকে ফেলাটা দুর্দান্ত ছিল। তারা শক্তিশালী দল।

স্থূলাকৃতির এ ক্রিকেটার বলেন, বোলাররা আসলেই ভালো বল করেছে। দলের সবাই শিখতে চায়। আমরা এখনও নিজেদের সেরাটা দিতে পারিনি। ৮০ ভাগের মতো দিয়েছি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status