শিরোনাম: |
নতুন সময় ডেস্ক
|
![]() মুখ খুললেন জাকির নায়েক তিনি বলেন, আমি দেশের কোনো আইন ভাঙিনি। ইসলামের শত্রুরা আমাকে টার্গেট করেছে। শনিবার উত্তর মালয়েশিয়ার পেরিলপ্রদেশের কাঙ্গারে এক সভায় জাকির নায়েক এসব কথা বলেন। সূত্র: টাইমস অব ইন্ডিয়া। ওই সভায় তিনি আরও বলেন, যেসব মানুষ সমাজে শান্তি চায় না, তারাই আমার বিরুদ্ধে বলছে। তিনি আরও বলেন, আমি শুধু ইসলামের তথা শান্তির বাণী প্রচার করছি; আর কিছুই নয়। আর এ কথা সব দেশের বেলায় সত্য। সে আমার দেশ ভারত হোক কিংবা কোনো পশ্চিমা দেশ হোক। ২০১৬ সালের ১ জুলাই ভারত ছেড়ে যান ড. জাকির নায়েক। সেই সময় সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত থাকা এবং মুদ্রাপাচারে সম্পৃক্ততার অভিযোগে জাকির নায়েকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ভারত সরকার। তিনি বর্তমানে মালয়েশিয়ায় রয়েছেন। দেশটির সরকার তাকে সাম্মানিক নাগরিকত্ব দিয়েছে। উল্লেখ্য, ২০১৬ সালের ১ জুলাই রাতে ঢাকার গুলশানে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় ১৭ জন বিদেশিসহ ২০ জন নিহত হন। এ ঘটনায় আলোচনায় আসেন জাকির নায়েক। নিহত দুই হামলাকারী জাকির নায়েকের অনুসারী বলে দাবি করা হয়। এর পর উগ্রবাদী বক্তব্য প্রচারের অভিযোগে বাংলাদেশে নিষিদ্ধ করা হয় তার টেলিভিশন চ্যানেল পিস টিভি। এর পর তদন্তে নামে ভারত সরকার। ২০১৬ সালের ১৫ নভেম্বর তার এনজিও সংস্থা ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনকে অবৈধ প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা করে ৫ বছরের জন্য নিষিদ্ধ করে ভারত সরকার। জাকির নায়েক অবশ্য শুরু থেকেই তার বিরুদ্ধে আনা সব অভিযোগ নাকচ করে আসছেন। |